27 All Out of West Indies

২৭ অল আউট! ১৪৮ বছরের লজ্জার রেকর্ড ভাঙল ওয়েস্ট ইন্ডিজ়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে আর কী কী নজির তৈরি হল?

টেস্টের ইতিহাসে লজ্জার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ়। পাকিস্তানের রেকর্ড ভেঙেছে তারা। এই টেস্টে আরও কয়েকটা নজির হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১০:২২
Share:

আউট হয়ে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজ়ের এক ব্যাটার। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অল আউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ক্যারিবীয় ব্যাটারেরা। টেস্টের ইতিহাসে লজ্জার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ়। পাকিস্তানের রেকর্ড ভেঙেছে তারা। এই টেস্টে আরও কয়েকটা নজির হয়েছে।

Advertisement

এক ইনিংসে সর্বাধিক শূন্য

২৭ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের সাত জন ব্যাটার শূন্য রানে ফিরেছেন। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এক ইনিংসে এই প্রথম সাত জন শূন্য রানে আউট হয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। ১৯৮০ সালে এই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেই এক ইনিংসে তাদের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্টে মোট ন’বার এক ইনিংসে ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু সাত জন এই প্রথম।

Advertisement

টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান

টেস্টের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রান করেছে ওয়েস্ট ইন্ডিজ়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪.৩ ওভারে ২৭ রানে অল আউট হয়েছে তারা। এই রেকর্ড রয়েছে নিউ জ়িল্যান্ডের দখলে। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অল আউট হয়েছিল তারা। ১ রানের জন্য সেই রেকর্ড রক্ষা পেয়েছে।

দ্রুততম ৫ উইকেট স্টার্কের

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭.৩ ওভার বল করেছেন। ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। অর্থাৎ, স্পেলের ২.৩ ওভারে স্টার্কের ৫ উইকেট পূর্ণ হয়ে গিয়েছে। টেস্টে কোনও বোলার এক দ্রুত ৫ উইকেট নিতে পারেননি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারই আর্নি টোশাক। ১৯৪৭ সালে ভারতের বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ৭৮ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙেছেন স্টার্ক।

দিন-রাতের টেস্টে প্রথম হ্যাটট্রিক

দিন-রাতের টেস্টে প্রথম হ্যাটট্রিক করেছেন স্কট বোলান্ড। নিজের স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে ফেরান তিনি। এর আগে গোলাপি বলের টেস্টে কোনও বোলার হ্যাটট্রিক করতে পারেননি। সেই রেকর্ড গড়েছেন বোলান্ড।

অস্ট্রেলিয়ার দশম বোলার হিসাবে টেস্টে হ্যাটট্রিক করেছেন বোলান্ড। শেষ ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন পিটার সিডল। ১৫ বছর পর টেস্টে আবার অস্ট্রেলিয়ার কোনও বোলার হ্যাটট্রিক করলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ বোলার হিসাবে হ্যাটট্রিক করেছেন বোলান্ড। তিনি ছাড়া তালিকায় রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ, পাকিস্তানের নাসিম শাহ ও নোমান আলি, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement