India vs England 2025

লিডস, এজবাস্টনের পর লর্ডসেও কি বৃষ্টি থাবা বসাবে? টেস্টের পাঁচ দিন কেমন থাকবে লন্ডনের আবহাওয়া?

ইংল্যান্ডে গিয়ে বৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে ভারতকে। প্রথম দু’টি টেস্টে সময় নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টেও কি হানা দেবে বৃষ্টি? আগামী পাঁচ দিনের পূর্বাভাস কী বলছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৩:৫৯
Share:

লর্ডস ক্রিকেট মাঠ। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডে গিয়ে বৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে ভারতকে। প্রথম দু’টি টেস্টে সময় নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। যদিও দু’টি টেস্টেই নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টেও কি হানা দেবে বৃষ্টি? আগামী পাঁচ দিনের পূর্বাভাস কী বলছে?

Advertisement

লিডসে খেলার তৃতীয় দিন বৃষ্টি নামে। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। দু’দিন আকাশ মেঘলা থাকায় সুবিধা পান বোলারেরা। ভারত সেই টেস্ট হেরে গিয়েছিল। এজবাস্টন টেস্টের পঞ্চম দিনে এক ঘণ্টা ৪০ মিনিট বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। তবে ভারতের জিততে অসুবিধা হয়নি। আকাশদীপ এবং মহম্মদ সিরাজ জিতিয়ে দেন।

লর্ডসের যা পূর্বাভাস, তাতে টেস্টের পাঁচ দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্রত্যেক দিনই আকাশ পরিষ্কার থাকবে। মেঘলা থাকার সম্ভাবনাও বেশ কম। তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রির মধ্যে। হালকা হাওয়া দেবে সব সময়। ফলে টেস্টের পাঁচ দিনই নিরবচ্ছিন্ন খেলা দেখা যেতে পারে।

Advertisement

লর্ডসের পিচের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে সবুজ ঘাস দেখা যাচ্ছে। ফলে জোরে বোলারেরা আবারও সুবিধা পাবেন। এমনিতেই লর্ডসে জোরে বোলারদের সাফল্যের পরিসংখ্যান বেশ ভাল। গত মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে লর্ডসেই। সেখানেও পেসারেরা দাপট দেখিয়েছেন।

লিডস টেস্টে হারের নেপথ্যে ভারতের বোলিং এবং ফিল্ডিং দায়ী ছিল। তবে এজবাস্টনে ভুলত্রুটি শুধরে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছেন শুভমনেরা। লর্ডসে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। তবে এই মাঠে ভারতের ইতিহাস ভাল নয়। ১৯টি টেস্ট খেলে মাত্র তিনটি জিতেছে তারা। ১২টি হেরেছে। চারটি ম্যাচ ড্র। গত বারের সফরে অবশ্য লর্ডসে জিতেছিল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement