RCB vs KKR in IPL 2025

বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে, কখন থেকে ওভার কমতে শুরু করবে? ম্যাচ শুরু হওয়ার শেষ সময় কখন?

পূর্বাভাস মতোই শনিবার দুপুর থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি। খেলাও শুরু করা যায়নি। এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর। খেলা কখন শুরু হলে কী হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ২০:০৫
Share:

বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার মুহূর্ত। ছবি: পিটিআই।

পূর্বাভাস মতোই শনিবার দুপুর থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি। খেলাও শুরু করা যায়নি। এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর। খেলা কখন শুরু হলে কী হবে?

Advertisement

২০ ওভারের খেলা শুরু করার শেষ সময় রাত ৮.৩০। প্রথমে বলা হয়েছিল ৮.৪৫। পরে সেই সময় আরও ১৫ মিনিট এগিয়ে আনা হয়। অর্থাৎ ৮.৩০টার মধ্যে খেলা শুরু করা না গেলে ওভার কমতে শুরু করবে। ৮.৩০-এর ঠিক যত ক্ষণ পর খেলা শুরু হবে, সেই অনুযায়ী ওভার কমবে।

পাঁচ ওভারের খেলা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ন্যূনতম পাঁচ ওভারের খেলা হতে গেলে রাত ১০.৫৬-র মধ্যে খেলা শুরু করতে হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে। ছিটকে যাবে কেকেআর।

Advertisement

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে গত ৮ মে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল ধর্মশালায় পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাক আউট করে দেওয়া হয় স্টেডিয়াম। এর পর ৯ মে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দু’পক্ষের সংঘর্ষবিরতিতে পরিস্থিতির উন্নতি হওয়ার পর আবার আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশিত হয়েছে প্রতিযোগিতার নতুন সূচি।

এ বার আইপিএলের ১৮তম বছর। কোহলির জার্সি নম্বরও ১৮। এই দু’টি বিষয়কে মিলিয়ে প্রথম থেকেই চলছে প্রচার। প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থার এ হেন প্রচার নানা জল্পনা তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দ্বিতীয় দফার সূচি সেই প্রচারকেই আরও শক্তিশালী করল বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। পরিস্থিতি শান্ত হওয়ার পর আবার প্রতিযোগিতা শুরু হচ্ছে, এটাই আসল।

বিসিসিআই কর্তাদের আশ্বাসে অধিকাংশ বিদেশি ক্রিকেটারও ফিরে আসতে রাজি হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনও দেশের ক্রিকেট বোর্ড বেশি দিনের জন্য ক্রিকেটার ছাড়তে আপত্তি করেনি। বিসিসিআই কর্তারা কথা বলে দক্ষিণ আফ্রিকার সুরও খানিকটা নরম করতে পেরেছেন।

তবু কয়েক জন বিদেশি ক্রিকেটার এই পরিস্থিতিতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন কেকেআরের মইন আলি আর খেলবেন না। চোটের জন্য সরে দাঁড়িয়েছেন আরসিবির জস হেজ়লউডও। তবু আইপিএলের ক্রিকেটীয় আকর্ষণ কমবে না বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement