Virat Kohli

খেলবেন শুধু এক দিনের ক্রিকেট, আবার কবে দেশের জার্সিতে দেখা যাবে কোহলি-রোহিতকে?

ভারতীয় দলের সূচিতে আগামী তিন মাস এক দিনের ম্যাচ নেই। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে ২০ জুন থেকে। ফলে এখনই দেশের হয়ে খেলার সুযোগ নেই বিরাট কোহলি-রোহিত শর্মার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৪:৫২
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন বিরাট কোহলি। দেশের হয়ে খেলবেন শুধু এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। ফলে আসন্ন ইংল্যান্ড সফরে কোহলিকে ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে না। আবার কবে কোহলি পরবেন দেশের জার্সি?

Advertisement

শুধু কোহলি নন, একই প্রশ্ন রোহিত শর্মাকে নিয়েও। কারণ তিনিও টেস্ট এবং ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের সূচি অনুযায়ী আগামী তিন মাস কোনও এক দিনের ম্যাচ নেই। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে ২০ জুন থেকে। তার পর ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী তিন ম্যাচের এক দিনের এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা দু’দলের। আগামী ১৭ অগস্ট প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এই সিরিজ় নিয়ে খুব একটা আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিরিজ় বাতিল করা হতে পারে। তা হলে দেশের জার্সিতে কোহলির মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হবে।

বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তাবিত সিরিজ় বাতিল হলে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য কোহলিকে অপেক্ষা করতে হবে আরও দু’মাস। সাদা বলের সিরিজ় খেলতে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। প্যাট কামিন্সের বিরুদ্ধে প্রথম এক দিনে ম্যাচ পার্‌থে, ১৯ অক্টোবর। সেই ম্যাচে আবার দেশের জার্সি গায়ে দেখা যেতে পারে কোহলিকে। শুধু কোহলিই নন, রোহিত শর্মাও আবার সেই ম্যাচেই মাঠে নামবেন দেশের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে একই সঙ্গে ফিরতে পারেন কোহলি-রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement