India vs England 2025

শুভমন-যশস্বীর শতরান দেখে ২৩ বছর আগে ফিরে গেলেন সচিন! প্রশ্ন, তৃতীয় শতরান কে করবেন? নাম বলে দিলেন সৌরভ

যশস্বী-শুভমনের শতরানের পর সচিনের প্রশ্ন, এ বার তিন নম্বর শতরান কে করবেন? সচিনকে এর জবাব দিয়েছেন সৌরভ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫৮
Share:

(বাঁ দিকে) সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

লিডস টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে ভারত। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের শতরানে ৩ উইকেটে ৩৫৯ রান তুলেছে ভারত। এই জোড়া শতরান নিয়ে আড্ডায় মাতলেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। দু’জনেই ফিরে গিয়েছেন ২৩ বছর আগের হেডিংলেতে।

Advertisement

২০০২ সালের ইংল্যান্ড সিরিজ়ে লিডসে তৃতীয় টেস্ট খেলেছিল ভারত। ইনিংস ও ৪৬ রানে জিতেছিল সেই ম্যাচ। রাহুল দ্রাবিড় ১৪৮, সচিন ১৯৩ এবং সৌরভ ১২৮ রান করেন। শনিবার যশস্বী-শুভমনের শতরানের পর সচিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে। যশস্বী ও শুভমানকে অনবদ্য সেঞ্চুরির জন্য অভিনন্দন। ঋষভ পন্থের অবদানও গুরুত্বপূর্ণ।’’ এর পরেই সচিন লেখেন, ‘‘ভারতের ব্যাটিং দেখে আমার ২০০২ সালে হেডিংলি টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে রাহুল, সৌরভ ও আমি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলাম। আমরা সেই টেস্ট জিতেছিলাম। আজ যশস্বী ও শুভমান নিজেদের কাজ করেছে। এবার তৃতীয় সেঞ্চুরি করবে কে?’’

কে তৃতীয় শতরান করবেন, তার জবাব দিয়েছেন সৌরভ। শুধু তাই নয়, বলেছেন আরও দু’জন, অর্থাৎ মোট চার জন শতরান করবেন। সচিনের পোস্টের জবাবে সৌরভ লেখেন, ‘‘হাই চ্যাম্প। এবার তো মনে হচ্ছে চার জন সেঞ্চুরি করবে। পিচ খুব ভাল। পন্থ আর তারপর হয়ত করুণও (শতরান) করতে পারে। তবে ২০০২ সালের টেস্টের প্রথম দিনের পিচের সঙ্গে এই পিচের তফাৎ রয়েছে।’’

Advertisement

শনিবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু ইংল্যান্ডের সব পরিকল্পনা ভেস্তে দেন ভারতের দুই ওপেনার। দু’হাতে টানের ব্যথা নিয়েও শতরান করেন যশস্বী। এরপর শতরান করেন অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলা শুভমন। যশস্বী আউট হয়ে গেলেও প্রথম দিনের শেষে শুভমন অপরাজিত আছেন ১২৭ রানে। সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ। তিনি ৬৫ রানে ব্যাট করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement