IPL 2025

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রবিবার আইপিএলের কলকাতা-হায়দরাবাদ ম্যাচ ঘিরে উদ্বেগ

শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। রবিবার ভোরেও ভারী বৃষ্টি চলছে। সঙ্গে ঝড়। বেলাতেও আকাশ মেঘলা। এই পরিস্থিতিতে সন্ধেয় কি কলকাতা-হায়দরাবাদ ম্যাচ হওয়া সম্ভব?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১১:২২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের মুখোমুখি হবেন অজিঙ্ক রাহানেরা। ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ রবিবার ভোরে ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দিল্লি।

Advertisement

হায়দরাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ সরিয়ে দিল্লিতে নিয়ে এসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘হোম’ ম্যাচ খেলার সুবিধা হাতছাড়া হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। তবে দিল্লির আবহাওয়া নতুন উদ্বেগ তৈরি করেছে। রবিবার ভোর থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। দুর্যোগের জেরে রাজধানীর বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গিয়েছে। ভারী বর্ষণে রাস্তাঘাট প্লাবিত। যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে। ঝড়ের জন্য ২৫টি বিমানের পথ ঘুরিয়েও দিতে হয়। শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল দিল্লিতে। রবিবার ভোরে ভারী বৃষ্টি শুরু হয়। বেলাতেও আকাশ মেঘলা। এই পরিস্থিতিতে সন্ধেয় কি কলকাতা-হায়দরাবাদ ম্যাচ হওয়া সম্ভব?

আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী, আইপিএলে ম্যাচ হতে সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সারা দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর দিল্লিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদেরা। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। রাত আটটা পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তাই অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা-হায়দরাবাদ ম্যাচ হওয়া নিয়ে সমস‍্যা হওয়ার কথা নয়।

Advertisement

আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে কেকেআরের পয়েন্ট ১২। সমসংখ্যক ম্যাচে হায়দরাবাদের সংগ্রহ ১১ পয়েন্ট। দু’দল আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। লক্ষ্য এখন যতটা ভাল জায়গায় থেকে প্রতিযোগিতা শেষ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement