বার্নার্ড জুলিয়েন। ছবি: সমাজমাধ্যম।
টেস্ট সিরিজ় খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তার মধ্যেই খারাপ খবর পেল তারা। প্রয়াত সে দেশের বিশ্বকাপজয়ী ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন। উত্তর ত্রিনিদাদের ভালসাইনে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। ওয়েস্ট ইন্ডিজ়কে ১৯৭৫ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। জুলিয়েনের মৃত্যুতে শোকাহত ক্লাইভ লয়েড।
ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সে বার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ রানে ৪ উইকেট নিয়েছিলেন জুলিয়েন। সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২৭ রানে ৪ উইকেট নেন। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝোড়ো ২৬ রানের ইনিংস খেলেন। ওই প্রতিযোগিতাতেই নিজেকে ভয়ডরহীন, আগ্রাসী অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেন।
স্থানীয় সংবাদমাধ্যমে লয়েড বলেছেন, “সব সময় ১০০ শতাংশ দিত ও। কখনও দায়িত্ব পালন থেকে সরে আসত না। ব্যাট হোক বা বল, সব সময় ওর উপর ভরসা রাখতাম। প্রতি বার নিজের সেরাটা দিত। কী অসাধারণ ক্রিকেটার ছিল। ওকে সকলে সমীহ করতাম। আশেপাশের লোককেও ও ভালবাসত। মনে আছে, লর্ডসে একটা টেস্ট জেতার পর দীর্ঘ ক্ষণ মাঠে দাঁড়িয়ে সই বিলিয়েছিল ও। যেখানেই খেলেছে মাথা উঁচু করে খেলেছে।”
দেশের হয়ে ২৪টি টেস্টে ৮৬৬ রান করেছিলেন জুলিয়েন। নিয়েছিলেন ৫০টি উইকেট। ১২টি এক দিনের ম্যাচ খেলেছিলেন। ৮৬ রানের পাশাপাশি ১৮টি উইকেটও ছিল।
ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট এ দিন এক বিবৃতিতে জুলিয়েনের মৃত্যুর খবর জানায়। সভাপতি কিশোর শ্যালো বলেছেন, “ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা। যদি কেউ জীবনে কোনও উদ্দেশ্য নিয়ে বাঁচে, তা হলে কখনও সে ছেড়ে যেতে পারে না। বার্নার্ড জানত যে ওকে সকলে কতটা ভালবাসত। ওর স্মৃতি সারা জীবন থাকবে আমাদের সঙ্গে।”