শন উইলিয়ামস। — ফাইল চিত্র।
মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। এখন সুস্থ হওয়ার চেষ্টা করছেন। নিজেই সে কথা স্বীকার করার পর জাতীয় দল থেকে পাকাপাকি বাদ দেওয়া হল জিম্বাবোয়ের ক্রিকেটার শন উইলিয়ামসকে। জ়িম্বাবোয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে আর কোনও দিন শনকে জাতীয় দলের জন্য ভাবা হবে না। এত দিন জ়িম্বাবোয়ের হয়ে খেলার জন্য তাঁকে ধন্যবাদও জানানো হয়েছে।
সম্প্রতি আইসিসি-র বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের খেলা থেকে নাম তুলে নিয়েছিলেন শন। এর পর তাঁর মাদকাসক্তির কথা প্রকাশ্যে এসেছে। জ়িম্বাবোয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, কেন খেলবেন না তা জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছিল। সেখান শন নিজেই জানিয়েছেন যে, মাদকের নেশা নিয়ে সমস্যায় রয়েছেন। সম্প্রতি রিহ্যাব শুরু করেছেন। অতীতে শন বার বার শৃঙ্খলা ভেঙেছেন এবং জাতীয় দলের হয়ে খেলতে অস্বীকার করেছেন। ফলে দলের প্রস্তুতি এবং পারফরম্যান্সে প্রভাব পড়েছে।
রিহ্যাবের জন্য শনকে ধন্যবাদ জানিয়েছে জ়িম্বাবোয়ে। তবে কঠিন সময়ে নাম তুলে নিয়ে যে ভাবে পেশাদার এবং নৈতিক দায়িত্ব ভেঙেছেন তার নিন্দা করা হয়েছে। অনেক ভাবনাচিন্তার পর জ়িম্বাবোয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে জাতীয় দলে নির্বাচনের জন্য কখনও শনের কথা ভাবা হবে না।
জ়িম্বাবোয়ের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২৭৩টি ম্যাচ খেলেছেন শন। দু’দশক ধরে দেশের হয়ে খেলেছেন তিনি। ৯০০০-এর উপর রান এবং ১৫০-র বেশি উইকেট রয়েছে। ২০২৫-এর পর তাঁর কেন্দ্রীয় চুক্তি বৃদ্ধি করা হবে না।