ক্রিশ্চিয়ানো জুনিয়র-এর বাবা হয়েছিলেন সাত বছর আগেই। এ বার সারোগেসির মাধ্যমে ফের যমজ পুত্র সন্তানের বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনই খবর জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’। ট্যাবলয়েডটির দাবি, রোনাল্ডোর ঘনিষ্ঠ এক ব্যক্তি তাদের এ খবর জানিয়েছেন। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে মার্কিন মুলুকে সারোগেসির মাধ্যমে জন্মানো এই দুই পুত্রসন্তানকে ঘরে দেখতে মুখিয়ে রোনাল্ডোর বাড়ির সদস্যরাও।