SunRisers Hyderabad

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ার্নার

স্মিথ আইপিএলে রাজস্থান ফ্যাঞ্চাইজির দায়িত্ব ছাড়ার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ১৪:৪০
Share:

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে দেখা যাবে না ডেভিড ওয়ার্নারকে। ছবি: এএফপি।

স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতির ঘটনায় বর্তমানে সরগরম ক্রিকেট সার্কিট। বল বিকৃতির ঘটনায় ক্রিকেট কেরিয়ারই প্রশ্ন চিহ্নের মুখে স্টিভ স্মিথের। স্মিথের মতোই কেরিয়ার নিয়ে অথৈ জলে বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও।

Advertisement

এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্মিথ। স্মিথ আইপিএলে রাজস্থান ফ্যাঞ্চাইজির দায়িত্ব ছাড়ার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নারও।

বুধবার টুইট করে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেন ফ্রাঞ্চাইজি দলটির সিইও কে সানমুগাম।

Advertisement

আরও পড়ুন: অধিনায়কত্ব গেল স্মিথের, অজিদের নতুন অধিনায়ক পেইন

ওয়ার্নারকে নিয়ে দলেই বিদ্রোহের ইঙ্গিত

আরও পড়ুন ওয়ার্নারকে নিয়ে দলেই বিদ্রোহের ইঙ্গিত“ ” –

আরও পড়ুন ওয়ার্নারকে নিয়ে দলেই বিদ্রোহের ইঙ্গিত

ওয়ার্নার অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেও তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক কে হবেন, সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, খুব শীঘ্রই নতুন অধিনায়কের নাম জানাবে আইপিএলের এই ফ্যাঞ্চাইজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement