মাঠে আতঙ্ক ছড়িয়ে চোট বার্নসের

চা বিরতির সময় মাঠের পাশেই চিকিৎসা চলে তরুণ ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত অবশ্য আশঙ্কা কাটিয়ে ওপেন করতে নেমে ১১ রানে অপরাজিত তিনি। বার্নসের আঘাত লাগার পরে বেশ কিছু সময় ম্যাচ বন্ধ থাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০৪:২০
Share:

আশঙ্কা: সেই মুহূর্ত। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো ইংল্যান্ডের রোরি বার্নস চোট পাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান নিরোশন ডিকওয়েলার সুইপে। চিকিৎসার পরে বার্নস এখন সুস্থ আছেন। বুধবার গলে প্রথম টেস্টে। গেটি ইমেজেস

অভিষেক টেস্টেই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ইংল্যান্ডের রোরি বার্নস। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন তিনি। চা বিরতির ঠিক আগের ওভারে মইন আলির বলে নিরোশন ডিকওয়েলার সুইপ আছড়ে পড়ে বার্নসের ঘাড়ে। তার পরেই মাটিতে শুয়ে পড়েন বার্নস।

Advertisement

চা বিরতির সময় মাঠের পাশেই চিকিৎসা চলে তরুণ ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত অবশ্য আশঙ্কা কাটিয়ে ওপেন করতে নেমে ১১ রানে অপরাজিত তিনি। বার্নসের আঘাত লাগার পরে বেশ কিছু সময় ম্যাচ বন্ধ থাকে। অস্ট্রেলিয়ার ফিল হিউজের আতঙ্ক ছড়িয়ে পড়ে গলের মাঠেও। হিউজ ব্যাট করতে গিয়ে মাথায় বলের আঘাতে মারা যান। বার্নস যে আঘাত সামলে উঠেছেন, তা চা বিরতির পরেই জানিয়ে দেওয়া হয় জো রুটদের। বার্নস চোট পেলেও ইংল্যান্ডের দাপটে কোনও খামতি দেখা যায়নি। এই মাঠে প্রথম ইনিংসে ৩৪২ রান করার পরে বিপক্ষকে ২০৩ রানে অল আউট করে দেন মইন আলিরা। লাঞ্চের মধ্যেই মাত্র ৪২ রানে চার উইকেট ফেলে দেন তাঁরা। গলের যে মাঠকে শ্রীলঙ্কার দূর্গ মনে করা হয়, সেই মাঠে তাদের চাপে ফেলে দেয় ইংল্যান্ড। মইন একাই নেন চার উইকেট। দু’টি করে উইকেট নেন বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ ও লেগস্পিনার আদিল রশিদ। জেমস অ্যান্ডারসন ও স্যাম কারেনের ঝুলিতে একটি করে উইকেট। দ্বিতীয় দিনের শেষে ১২ ওভারে ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ৩৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন