Deepak Chahar

অনুশীলনে নেমে পড়লেন চাহার

করোনায় আক্রান্ত হওয়ার পরে ১৪দিন নিভৃতবাসে থাকতে হয় ভারতীয় পেসারকে। কী ভাবে কাটল এই ১৪দিন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০৬:২১
Share:

ছবি সংগৃহীত।

শেষ দু’দিন একা একটি নেটে বোলিং শুরু করেছিলেন দীপক চাহার। শুক্রবার থেকে তিনি নেমে পড়লেন দলের সঙ্গে অনুশীলনে। ভারতীয় বোর্ড তাঁকে শুক্রবার থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘শুক্রবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামছে দীপক। ওকে অনুমতি দিয়েছে ভারতীয় বোর্ড।’’

Advertisement

করোনায় আক্রান্ত হওয়ার পরে ১৪দিন নিভৃতবাসে থাকতে হয় ভারতীয় পেসারকে। কী ভাবে কাটল এই ১৪দিন? চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে দীপক বলেছেন, ‘‘দলের প্র্যাক্টিসের বেশ কিছু ভিডিয়ো দেখেছি। কী ভাবে সবাই প্রস্তুতি নিচ্ছে, তাতে নজর রেখেছি। সব কিছুর ইতিবাচক দিক আছে। সে রকম ভাবেই সব কিছু দেখি আমি।’’ দীপক যোগ করেন, ‘‘ঘরের মধ্যে থেকে ট্রেনিং করেছি যাতে প্রত্যাবর্তনের সময় কোনও সমস্যা না হয়।’’

নেটে একা বল করে কিছুটা ছন্দও ফিরে পেয়েছেন দলের সঙ্গে অনুশীলনের আগে। দীপকের কথায়, ‘‘সত্যি বলতে, একা নেটে বল করতে পেরে কিছুটা স্বস্তিবোধ করছি। আশা করি, এই ছন্দ অনুশীলনেও বজায় রাখতে পারব।’’

Advertisement

ট্রেনিংয়ের ভিডিয়োতে তাঁর সব চেয়ে বেশি মন কেড়েছেন শেন ওয়াটসন। চাহার বলছিলেন, ‘‘বড় বড় ছয় মারছিল ওয়াটো। এখনও আগের মতোই ছন্দে দেখা যাচ্ছে। এই ছন্দ আগামী দু’মাস ধরে রাখতে পারলে আমাদের কোনও চিন্তা নেই।’’ ওয়াটসন নিজেও তাঁর ব্যাটিংয়ে সন্তুষ্ট। ইউটিউবে এক সাক্ষাৎকারে অস্ট্রেলীয় ব্যাটসম্যান বলেছেন, ‘‘কয়েক দিন অনুশীলন করার পরে সব জড়তা কেটে গিয়েছে। ম্যাচেও এই ছন্দটা বজায় রাখতে হবে।’’

কিন্তু সুরেশ রায়না ও হরভজন সিংহের অভাব যে তাঁরা অনুভব করবেন তা মানছেন ওয়াটসন। যদিও রায়নার পরিবর্ত হিসেবে দলেরই একজনকে বেছে নিলেন ওয়াটসন। তিনি মুরলী বিজয়। ভারতের হয়ে টেস্ট ম্যাচে নিয়মিত ওপেন করতেন বিজয়। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসেবে সেঞ্চুরি আছে তাঁর। রায়নার পরিবর্তে এ বার কি তা হলে তিন নম্বরে ব্যাট করবেন বিজয়? ওয়াটসন বলেছেন, ‘‘রায়নার পরিবর্ত খুঁজে বার করা সত্যি কঠিন। চেন্নাইয়ের হয়ে ওর অবদান সত্যি অনস্বীকার্য।’’ তিনি আরও বলেন, ‘‘তবে দলে বিজয়ের মতো প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে। রায়নার পরিবর্ত হিসেবে ওকে ভেবে দেখা যেতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন