olympic

অলিম্পিক্স সোনাজয়ীকে হারিয়ে দিলেন বক্সার দীপক কুমার

জীবনের অন্যতম সেরা জয় পেলেন ভারতীয় বক্সার দীপক কুমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৩
Share:

জয়ের পর দীপক কুমার। ছবি টুইটার

জীবনের অন্যতম সেরা জয় পেলেন ভারতীয় বক্সার দীপক কুমার। স্ট্রান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের সেমিফাইনালে অলিম্পিক্সে সোনাজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়ন শাখোবিদ্দিন জোইরভকে হারিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে ৫২ কেজির ফাইনালেও উঠে গেলেন দীপক।

Advertisement

জোইরভকে ৪-১ পয়েন্টে হারিয়েছেন দীপক। উল্লেখ্য, ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের অমিত পাঙ্ঘালকে হারিয়েছিলেন এই জোইরভই। দীপকের জয় যেন তারই মধুর প্রতিশোধ। তার আগে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার দারিস্লাভ ভাসিলেভকে হারিয়েছিলেন দীপক।

তবে স্ট্রান্ডজা মেমোরিয়ালে ভারতের পক্ষে দিনটা খারাপই গিয়েছে। প্রাক্তন যুব বিশ্ব চ্যাম্পিয়ন জ্যোতি গুলিয়া (৫১ কেজি) এবং ভাগ্যবতী কাচারি (৭৫ কেজি) বিদায় নিয়েছেন। মহিলা বিভাগে ভারতের হয়ে চ্যালেঞ্জ জানানোর মতো আর কেউ নেই। পুরুষ বিভাগে মনজিৎ সিংহও ৯১ কেজি বিভাগ থেকে ছিটকে গিয়েছেন। গতবার এই প্রতিযোগিতায় একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পেয়েছিল ভারত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন