Sushil Kumar Gets Bail

স্বস্তি সুশীলের, খুনের মামলায় শর্তসাপেক্ষে জামিন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগিরের

কুস্তিগির সাগর ধনকড়কে খুনের অভিযোগে সাড়ে তিন বছর জেলবন্দি সুশীল কুমার। গত জুলাইয়ে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল্লির নিম্ন আদালত। মঙ্গলবার জামিন পেলেন দিল্লি হাই কোর্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৯:১৯
Share:

সুশীল কুমার। —ফাইল চিত্র।

খুনের মামলায় স্বস্তি পেলেন কুস্তিগির সুশীল কুমার। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি সঞ্জীব নারুলা।

Advertisement

কুস্তিগির সাগর ধনকড়কে খুনের অভিযোগে সাড়ে তিন বছর তিহার জেলে বন্দি রয়েছেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী। গত বছর জুলাইয়ে সুশীলের জামিনের আবেদন খারিজ করে দিল্লির নিম্ন আদালত। সেই রায়ের বিরোধিতা করে হাই কোর্টে আবেদন করেন সুশীলের আইনজীবী আর এস মালিক। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘৩১ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সুশীলের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। মামলার প্রধান সাক্ষীও সুশীলকে সনাক্ত করতে পারেননি। সে কারণেই সুশীলের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।’’ উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে হাঁটুর অস্ত্রোপচারের জন্য সাত দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন প্রাক্তন কুস্তিগির।

২০২১ সালের ৪মে দিল্লিতে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সাগর হন। অন্য অভিযুক্তেরা দাবি করেছিলেন, সুশীলের নির্দেশেই তাঁরা সাগরকে মারধর করেছিলেন। জেরার মুখে সুশীল দাবি করেন, সাগরকে শিক্ষা দিতে চেয়েছিলেন। খুন করার অভিপ্রায় ছিল না তাঁর। ঘটনার পর গা ঢাকা দেন সুশীল। ঘটনার ১৮ দিন পর তাঁকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। আদালতের নির্দেশে প্রথমে পুলিশি হেফাজত এবং পরে জেল হেফাজত হয়েছিল সুশীলের। মামলার চার্জশিটে সুশীল-সহ ১৭ জনের নাম ছিল। উল্লেখ্য, সাগরের পরিবার সুশীলের ফাঁসির দাবি করেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement