এমএস ধোনি। ছবি: টুইটার।
কয়েক ঘণ্টা আগেই বিরাট কোহালি এমএস ধোনির উদ্দেশে বলেছিলেন, ‘তুমি সারাজীবন আমাদের ক্যাপ্টেন থাকবে।’ আর উইকেটের পিছনে দাঁড়িয়ে সেই ধোনি আবারও প্রমাণ করলেন তিনিই সত্যিই ক্যাপ্টেন। বিশেষ করে ডিআরএস-এর ব্যাপারে ধোনির বিচক্ষণতা যেন সবার উপরে। তাই যখন শার্দূল ঠাকুরের বলে উইকেটের পিছনে ওপেনার নিরোশান ডিকওয়েলার ক্যাচ ধরেই আউটের আবেদন জানিয়েছিলেন ধোনি।
আরও পড়ুন
সরাসরি বিশ্বকাপ খেলা হচ্ছে না শ্রীলঙ্কার
নতুনদের নিয়ে পরীক্ষা চলবে, জানিয়ে দিলেন কোহালি
কিন্তু না ফিল্ড আম্পায়ার তা নাকচ করে দেন। আর ঠিক তখনই দেখা যায় বিরাট কোহালিকে ধোনির দিকে তাকাতে। ধোনিও ইশারায় বুঝিয়ে দেন ডিআরএস নেওয়ার। কথা। তাঁর ক্যাপ্টেনের কথা অনুযায়ী কাজ করতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি বিরাট। রিভিউতে দেখা যায় ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়েই বল জমা হয়েছিল ধোনি হাতে। এর পরই ধোনিকে ঘিরে ফেসবুকে ঝড় ওঠে। সবার দাবি ডিসিশন রিভিউ সিস্টেম বদলে করে দেওয়া হোক ধোনি রিভিউ সিস্টেম।
কিন্তু না ফিল্ড আম্পায়ার তা নাকচ করে দেন। আর ঠিক তখনই দেখা যায় বিরাট কোহালিকে ধোনির দিকে তাকাতে। ধোনিও ইশারায় বুঝিয়ে দেন ডিআরএস নেওয়ার। কথা। তাঁর ক্যাপ্টেনের কথা অনুযায়ী কাজ করতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি বিরাট। রিভিউতে দেখা যায় ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়েই বল জমা হয়েছিল ধোনি হাতে। এর পরই ধোনিকে ঘিরে ফেসবুকে ঝড় ওঠে। সবার দাবি ডিসিশন রিভিউ সিস্টেম বদলে করে দেওয়া হোক ধোনি রিভিউ সিস্টেম।
কিন্তু না ফিল্ড আম্পায়ার তা নাকচ করে দেন। আর ঠিক তখনই দেখা যায় বিরাট কোহালিকে ধোনির দিকে তাকাতে। ধোনিও ইশারায় বুঝিয়ে দেন ডিআরএস নেওয়ার। কথা। তাঁর ক্যাপ্টেনের কথা অনুযায়ী কাজ করতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি বিরাট। রিভিউতে দেখা যায় ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়েই বল জমা হয়েছিল ধোনি হাতে। এর পরই ধোনিকে ঘিরে ফেসবুকে ঝড় ওঠে। সবার দাবি ডিসিশন রিভিউ সিস্টেম বদলে করে দেওয়া হোক ধোনি রিভিউ সিস্টেম।