আইপিএলের ধাঁচে নতুন টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু করতে চলেছে সে দেশের জাতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছরের ৪-২৪ ফেব্রুয়ারি দোহায় টুর্নামেন্ট হবে। যা ঘোষণা করে পিসিবি কর্তা নজাম শেঠি আরও জানান পাঁচটা টিম নিয়ে শুরু হচ্ছে উদ্বোধনী টুর্নামেন্ট। মোট ম্যাচ ২৪টা। মোট পুরস্কারমূল্য দশ লাখ ডলার।