shahid afridi

PSL 2021: পিঠের চোট আফ্রিদির, পাকিস্তান সুপার লিগে খেলতে পারবেন না তিনি

একাধিক ক্রিকেটার এবং প্রশিক্ষকের করোনা সংক্রমণ হয়েছিল। সেই কারণে মার্চ মাসে স্থগিত করে দেওয়া হয় এই প্রতিযোগিতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ০৯:০০
Share:

চোট শাহিদ আফ্রিদির। —ফাইল চিত্র

আবু ধাবিতে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি পর্ব। তবে সেখানে যোগ দিতে পারবেন না শাহিদ আফ্রিদি। পিঠের চোটের জন্য বাদ পড়লেন তিনি। মুলতান সুলতান দলে আফ্রিদির বদলে নেওয়া হয়েছে আসিফ আফ্রিদিকে।

Advertisement

এ বারের লিগে মুলতানের হয়ে ৪টি ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান এবং ১৫ ওভার বল করে তাঁর সংগ্রহ ২ উইকেট। অনুশীলনের সময় তাঁর পিঠে চোট লাগে। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আফ্রিদি বলেন, “এটা দুঃখজনক যে আমাকে বিশ্রামে থাকতে হবে। দলকে সাহায্য করতে পারব না। হতাশ লাগছে। তবে দলের সবাইকে শুভেচ্ছা, চাইব ওরা যেন ট্রফি জেতে।”

পিএসএল-এ একাধিক ক্রিকেটার এবং প্রশিক্ষকের করোনা সংক্রমণ হয়েছিল। সেই কারণে মার্চ মাসে স্থগিত করে দেওয়া হয় এই প্রতিযোগিতা। সিদ্ধান্ত নেওয়া হয় বাকি থাকা ২০টি ম্যাচ আয়োজন করা হবে আবু ধাবিতে। মুলতান মাত্র একটি ম্যাচ জিতে ২ পয়েন্ট লিগ টেবিলে সবার নীচে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement