Dutee Chand

টাকা চেয়ে দিদিই ব্ল্যাকমেল করছে, বিস্ফোরণ দ্যুতির

দিদি-বোনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০১৯ ১৯:১০
Share:

দ্যুতি চন্দ। ছবি: এএফপি।

দিদি সরস্বতী চন্দের বিরুদ্ধেই এ বার ‘ব্ল্যাকমেল’ করার অভিযোগ আনলেন দেশের দ্রুততম মহিলা স্প্রিন্টার দ্যুতি চন্দ। গত সোমবার তাঁর দিদি সরস্বতী জানিয়েছিলেন, সম্পত্তির জন্যই বোনকে ব্ল্যাকমেল করছে দ্যুতির সঙ্গী।

Advertisement

দিদির অভিযোগ উড়িয়ে দিয়ে দ্যুতি বুধবার বলেছেন, ‘‘আমার দিদিই আমাকে ব্ল্যাকমেল করছে। পরিবারের মধ্যেই সমস্যা তৈরি করছে ও। লোকজনের কাছে বলে বেড়াচ্ছে, মা-বাবার সঙ্গে আমি কথা বন্ধ করে দিয়েছি। ওঁদের আমি অবহেলা করছি। দিদি আমাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা চাইছে। সম্পর্ক থেকে যাতে বেরিয়ে আসি, সেই চেষ্টাই করে চলেছে।’’

দিদি-বোনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কথাবার্তার মধ্যে দিয়ে কি সম্পর্কের বরফ গলানো যায় না? দ্যুতি বলছেন, ‘‘দিদি যদি কথা বলতে চায়, তা হলে ও আমাকে ফোন করুক। দিদিই বিষয়টাকে বড় করে দেখানোর চেষ্টা করছে।’’

Advertisement

আরও খবর: সম্পত্তির জন্য বোনকে ‘ব্ল্যাকমেল’ করছেন সঙ্গী, বলছেন দ্যুতির দিদি

আরও খবর: নিজের সমকামী সম্পর্কের কথা জানালেন ভারতের দ্রুততম মহিলা

বোনের ক্রমাগত অভিযোগ শুনে স্থির থাকতে পারেননি দিদি সরস্বতীও। তিনি বলছেন, ‘‘দ্যুতি আমার সম্পর্কে যা খুশি বলতে পারে। ওর কথায় আমি প্রতিক্রিয়া দেব না। তবে দ্যুতির বোঝা উচিত আমি ওর ভাল চাই। ট্রেনিং ও প্র্যাকটিসের পিছনেই সময় দেওয়া উচিত ওর।’’

সমপ্রেমের কথা দ্যুতি প্রকাশ্যে আনার পর থেকেই দিদি-বোন কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। সময় এগোলেও তা কমার নামগন্ধ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement