ইস্টবেঙ্গল কোচের পদত্যাগ গ্রহণ করে নেওয়া হল

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ হারের পরই ইঙ্গিত দিয়েছিলেন সরে দাঁড়ানোর। তবে একটু হলেও সংশয় ছিল। আই লিগের মাত্র দু’ম্যাচ বাকি। এই অল্প সময়ে নতুন কোচ খুঁজে পাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় তিনি সরে দাঁড়ালে দলের দায়িত্ব কে নেবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৬:৪৫
Share:

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ হারের পরই ইঙ্গিত দিয়েছিলেন সরে দাঁড়ানোর। তবে একটু হলেও সংশয় ছিল। আই লিগের মাত্র দু’ম্যাচ বাকি। এই অল্প সময়ে নতুন কোচ খুঁজে পাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় তিনি সরে দাঁড়ালে দলের দায়িত্ব কে নেবেন? যদিও এই মরশুমে ইস্টবেঙ্গল দল সামলাতে কোচের দল বানিয়েছেন কর্তারা। দেবজিৎ ঘোষ, সঞ্জয় মাঝি, স্যামি ওমোলো সঙ্গে হেড কোচের ভূমিকায় বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি সরে দাঁড়ালে বাকি তিনজন সহজেই কাজ চালিয়ে দিতে পারবেন। সেটাও খুব ভাল করে জানতেন লাল-হলুদের হেড কোচ। তাই রাত পোহাতেই সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। বেঙ্গালুরুতে বসেই মেল করে ক্লাবকে জানিয়ে দিলেন তাঁর সরে দাঁড়ানোর কথা। আজ রাতেই শহরে পৌঁছবে দল। তার আগেই পদত্যাগ করলেন তিনি।বিকেলে ক্লাবে আলোচনায় বসেন শীর্ষকর্তারা। সেখানেই গ্রহন করে নেওয়া হয় বিশ্বজিৎ ভট্টাচার্যের পদত্যাগপত্র। আপাতত আই লিগের শেষ দুই ম্যাচে দলের কোচের দায়িত্ব সামলাবেন সঞ্জয় মাঝি। যেহেতু তাঁর ‘বি’ লাইসেন্স রয়েছে তাই কোচের দায়িত্ব সামলাবেন তিনি। এবং ম্যানেজারের ভূমিকায় বেঞ্চে থাকবেন দেবজিৎ ঘোষ।

Advertisement

অনেকদিন ধরেই ইস্টবেঙ্গল দলের মধ্যে নানা সমস্যা চলছেই। কখনও কোচের সঙ্গে কোচের কখনও আবার ফুটবলারের সঙ্গে কোচের। দলের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে যে ব্যর্থ হচ্ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য তা বার বারই সামনে চলে এসেছে। যার প্রভাব দেখা যাচ্ছিল দলের খেলায়। আই লিগের মধ্যে নতুন কোচ না এলেও ফেডারেশন কাপের আগেই নতুন কোচ চলে আসবে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন কোচের সন্ধান শুরু হয়ে গিয়‌েছে। ক্লাব সচিব কল্যান মজুমদার সে কথা স্বীকারও করে নিলেন। জানিয়ে দিলেন, ‘‘ফেডারেশন কাপের আগে দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। যে চাইছে না তাঁকে জোড় করে রেখে দেওয়ার পক্ষে নই আমরা।’’

আরও খবর

Advertisement

কোন পথে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, মোহনবাগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন