Moeen Ali

ফের বিশ্রামের নীতি, উইলিয়ামসনদের বিরুদ্ধে হয়তো দেখা যাবে না মইন, বাটলার, বেয়ারস্টোদের

আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৯:১৭
Share:

মইন, বাটলার এবং বেয়ারস্টো।

যতই সমালোচনা হোক, ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি চালিয়ে যেতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই কারণেই আইপিএল-এ অংশ নেওয়া ক্রিকেটারদের হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দেখা যাবে না।

Advertisement

আইপিএল-এ যে সব ইংরেজ ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ক্রিস ওক‌্স, স্যাম কারেন, মইন আলি, জস বাটলার এবং জনি বেয়ারস্টো টেস্ট দলে নিয়মিত খেলেন। ভারতের বিরুদ্ধে সিরিজেও এঁরা খেলেছেন। বর্তমানে দেশে ফিরে প্রত্যেকেই নিভৃতবাসে রয়েছেন। তাঁদের ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড।

আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। বোর্ডকর্তা অ্যাশলে জাইলস আগেই জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন মুখে দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল। জাইলস বলেছিলেন, “এ বছর অ্যাশেজ রয়েছে। জানি না সেখানে কী পরিস্থিতিতে খেলা হবে। হয়তো বড় দল নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারি আমরা।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন