Cricket

ইতিহাস গড়ছে ইংল্যান্ড ক্রিকেট, সঙ্গী কোহালিরা

১৮৭৭ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল মেলবোর্ন ক্রিকেট মাঠে। ২০১৮ সালে ইংল্যান্ড এজবাস্টনে খেলতে চলেছে ১০০০তম টেস্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ১৪:৫৬
Share:

এজবাস্টনের এই মাঠেই ১০০০তম টেস্টে নামবে ইংল্যান্ড। ছবি টুইটারের সৌজন্যে।

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টই হয়ে উঠছে ঐতিহাসিক। ১ অগস্ট থেকে এজবাস্টনে শুরু হতে চলা পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচই গড়তে চলেছে ইতিহাস। কারণ, বিরাট কোহালির সঙ্গে জো রুট টস করতে যাবেন ইংল্যান্ডের ১০০০তম টেস্টে।

Advertisement

এর আগে ক্রিকেট ইতিহাসে কোনও দল হাজার টেস্ট খেলেননি। ইংল্যান্ডই হতে চলেছে প্রথম দল। এখনও পর্যন্ত ৯৯৯ টেস্ট খেলেছে তারা। দ্বিতীয় সর্বাধিক, ৮১২ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলেছে ৫২২ টেস্ট। চার নম্বরে রয়েছে ভারত, খেলেছে ৫২২টেস্ট।

১৮৭৭ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল। মেলবোর্ন ক্রিকেট মাঠে ঐতিহাসিক প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জেমস লিলিহোয়াইট (জুনিয়র)। এখনও পর্যন্ত খেলা ৯৯৯ টেস্টের মধ্যে ৩৫৭টিতে জিতেছে ইংল্যান্ড। হেরেছে ২৯৭টিতে। ড্র হয়েছে ৩৪৫ টেস্ট। ইংল্যান্ডের জেতার শতকরা হার ৩৫.৭৩।

Advertisement

এদিকে, পাঁচ টেস্টের সিরিজে ভারত যদি ০-৫ ফলেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে যায়, তা হলেও আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাচ্ছেন না বিরাট কোহালিরা। কারণ, দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ০-২ ফলে টেস্ট সিরিজ হেরেছে। ফলে, ভারত সিরিজ জঘন্য ভাবে হারলেও এক নম্বরের জায়গা হারাচ্ছে না।

আরও পড়ুন: মাঠে নামতে তৈরি সুস্থ অ্যান্ডারসন

আরও পড়ুন: পিচ, আউটফিল্ড নিয়ে প্রতিবাদ ক্ষুব্ধ ভারতীয় শিবিরের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন