T20 World Cup 2021

T20 World Cup 2021: টি টোয়েন্টি বিশ্বকাপে নাও খেলতে পারেন বেন স্টোকস, চাপ বাড়ল ইংল্যান্ডের

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্টোকস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৫
Share:

টি টোয়েন্টি বিশ্বকাপে নাও থাকতে পারেন বেন স্টোকস। ছবি: টুইটার থেকে

টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে নিশ্চিত নন বেন স্টোকস। ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড মনে করছেন সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে নাও থাকতে পারেন এই অলরাউন্ডার।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অলরাউন্ডার। বিশ্বকাপে যে তিনি ফিরবেন এখনও অবধি তেমন কোনও ইঙ্গিত দলের কাছে নেই। সিলভারউড বলেন, “আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। স্টোকস যাতে দলে ফেরে, তার জন্য সব চেষ্টা করা হবে। ও আমাদের কাছ থেকে সব রকম সাহায্য পাবে।”

Advertisement

স্টোকসের সঙ্গে এখনও কথা বলেননি জানিয়ে সিলভারউড বলেন, “আমি এখনও ওর সঙ্গে কথা বলিনি। যতটা সম্ভব নিজের মতো থাকতে দিতে চাই ওকে। তবে অন্যরা কথা বলেছে। স্টোকসকে খেলার ব্যাপারে কোনও রকম জোর করব না। আমরা ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। আমাদের মূল লক্ষ্য স্টোকসকে সুস্থ রাখা।”

১৭ অক্টোবর থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে হওয়ার কথা থাকলেও, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমিরশাহি এবং ওমানে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের লক্ষ্য ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচানো।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন