England Cricket Team

ENG v PAK: দ্বিতীয় টি২০ ম্যাচে সহজ জয় ইংল্যান্ডের

অধিনায়ক জস বাটলার ৩৯ বল খেলে করেন ৫৯ রান। সাতটি ছয় ও দুটি ছক্কা মারেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ০১:০০
Share:

জস বাটলার টুইটার

প্রথম টি২০ ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফিরে এল ইংল্যান্ড। লিডসে ৪৫ রানে জয় পেল তারা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

Advertisement

প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ২০০ রানে সব উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার ৩৯ বল খেলে করেন ৫৯ রান। সাতটি ছয় ও দুটি ছক্কা মারেন তিনি। ভাল ব্যাট করেন মইন আলি (১৬ বলে ৩৬ রান), লিয়াম লিভিংস্টোন (২৩ বলে ৩৮ রান) । পাকিস্তানের হয়ে মহম্মদ হাসনাইন নেন তিনটি উইকেট। ইমদ ওয়াসিম ও হ্যারিস রাউফ নেন দুটি করে উইকেট। শাহিন আফ্রিদি ও শাদাব খান পান একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। ওপেনিং জুটিতে ওঠে ৫০ রান। তবে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় তারা। সেই চাপ থেকে বেরোতে না পেরে ১৫৫ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

Advertisement

পাকিস্তানের সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান (৩৭)। ৩৬ রান করে অপরাজিত থাকেন শাদাব খান। ২২ রান করেন বাবর আজম।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন সাকিব মাহমুদ। আদিল রশিদ ও মইন আলি নেন দুটি করে উইকেট। টম কারেন ও ম্যাট পার্কিনসন পান একটি করে উইকেট।

আদিল রশিদ ও মইন আলি টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন