East Bengal

দেশে ফিরছেন এনরিকে, জল্পনা উস্কে দিলেন মেনেন্দেস

সুপার কাপের ক্রীড়াসূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৩০ মার্চ। লাল-হলুদ ব্রিগেডের সম্ভাব্য প্রতিপক্ষ দিল্লি ডায়নামোজ অথবা গোকুলমের মধ্যে কোনও একটি ক্লাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৪:০৯
Share:

সুপার কাপে নেই এনরিকে? তবে কি তিনি ইস্টবেঙ্গলে প্রাক্তন হয়ে গেলেন? —নিজস্ব চিত্র

ইস্টবেঙ্গলের মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকুয়েদা ফিরে যাচ্ছেন দেশে। রেখে যাচ্ছেন একরাশ প্রশ্ন। সুপার কাপের আগে তিনি কি যোগ দেবেন দলের সঙ্গে? লাল-হলুদ জার্সি পরে কি তিনি খেলবেন সুপার কাপে?

Advertisement

সুপার কাপের ক্রীড়াসূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৩০ মার্চ। লাল-হলুদ ব্রিগেডের সম্ভাব্য প্রতিপক্ষ দিল্লি ডায়নামোজ অথবা গোকুলমের মধ্যে কোনও একটি ক্লাব।

খেলার কুইজ

Advertisement

প্রশ্ন হল সুপার কাপের আগে দেশে ফিরছেন কেন মেক্সিকান স্ট্রাইকার? সদ্যোজাত কন্যা সন্তানকে দেখার জন্যই তিনি শহর ছাড়ছেন বলে খবর। ফেরার দিন ক্ষণ অবশ্য কেউ জানেন না। তা হলে কি ইস্টবেঙ্গলে অতীত হয়ে যাচ্ছেন তিনি?

আরও পড়ুন: চেন্নাই সিটির রূপকথার নেপথ্য নায়ক কে? চিনে নিন তাঁকে

আরও পড়ুন: দ্বিতীয়ার্ধে কেন তুলে নেওয়া হল তিন বিদেশি, কাসিমের প্রশ্নে উঠছে বিতর্ক

কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিৎ সেন বলছেন, ‘‘এনরিকে দেশে ফিরে যাচ্ছে এটা সত্যি। তবে ও কবে ফিরবে, তা নিয়ে আমাদের সঙ্গে কোনও কথাবার্তা হয়নি। এনরিকের সঙ্গে এখনও আমাদের চুক্তি রয়েছে।’’ চুক্তি অনুযায়ী ৩১ মে পর্যন্ত এনরিকে লাল-হলুদের প্লেয়ার।

এনরিকেকে নিয়ে তৈরি জল্পনা আরও উসকে দেন ইস্টবেঙ্গলের কোচ আলেসান্দ্রো মেনেন্দেস। শনিবার গোকুলমের বিরুদ্ধে খেলে রবিবার শহরে ফিরে এসেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সোমবার অনুশীলনের পরে স্প্যানিশ কোচ জানিয়ে দেন, ‘‘সুপার কাপে খেলবে না এনরিকে। এটা আমার সিদ্ধান্ত।’’

লাল-হলুদ সিইও অবশ্য মেনেন্দেসের এ হেন মন্তব্যের বিন্দুবিসর্গ জানেন না। সঞ্জিৎবাবু বলছেন, ‘‘কোচ কেন এমন মন্তব্য করেছেন তা আমার জানা নেই।’’ এনরিকের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক যদি সত্যিই ছিন্ন হয়ে যায়, তা হলে সুপার কাপে কি নতুন বিদেশিকে নেবে লাল-হলুদ ব্রিগেড?

মেনেন্দেস জানিয়েছেন, নতুন এক জন ফুটবলারকে নেওয়া হবে। তিনি কি এনরিকের পরিবর্ত হিসেবেই আসছেন? আগামী কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।

(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement