Manchester city

আর্সেনালের সঙ্গে ড্র, লিগের দৌড়ে আরও পিছিয়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

আর্সেনালের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৪:৫১
Share:

আর্সেনালের বিরুদ্ধে আটকে গেল ইউনাইটেড ছবি টুইটার

গত ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হারার পর আর্সেনালের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও ম্যাচের ২০ মিনিটেই সুযোগ পেয়েছিল রেড ডেভিলসরা। ফ্রেডের শট ঝাঁপিয়ে বাঁচান আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনো। ৩৩ মিনিটে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন ইউনাইটেড ডিফেন্ডার অ্যারন ওয়্যান বিসাকা। সুযোগ নষ্ট করেন মার্কাস র‍্যাশফোর্ডও।

Advertisement

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ইউনাইটেড। তবে গোল করতে ব্যর্থ হন এদিনসন কাভানি। সুযোগ তৈরি করেছিল আর্সেনালও। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া আলেকজান্দার ল্যাকাজেতের ফ্রিকিক ক্রসবারে লাগে। এমিল স্মিথ-রোও সহজ সুযোগ নষ্ট করেন। তাঁর শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান ডেভিড দে খেয়া। ৮০ মিনিটে র‍্যাশফোর্ডের শট সাইড নেটে লাগে। ম্যাচের শেষদিকে কাভানি আবারও সুযোগ নষ্ট করেন। তাঁর সাইড ভলি বাইরে যায়।

ড্র করে দ্বিতীয় স্থানেই থাকল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে আর্সেনাল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন