এর পর যোগরাজ বিয়ে করেন সরিবত কাউরকে। তাঁদের দুই সন্তানও রয়েছে।
এর পর যোগরাজ বিয়ে করেন সরিবত কাউরকে। তাঁদের দুই সন্তানও রয়েছে।
২০১৫ সালে স্ক্যোয়াস প্লেয়ার দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন দীনেশ।
২০১৫ সালে স্ক্যোয়াস প্লেয়ার দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন দীনেশ।
মহম্মদ আজাহারুদ্দিন কেরিয়ার এক্কেবারে শুরুর দিকে নৌরিনকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান হলেন আসাদ এবং আয়াজ। তবে, ১৯৯৬ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
এর পর তিনি বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েন আজহার। তাঁরা বিয়েও করেন। যদিও এই সম্পর্কটাও ২০১০ সালে ভেঙে গিয়েছে।
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রম ১৯৯৬ সালে সাইকোলজিস্ট হুমা মুফতিকে বিয়ে করেন। তবে ২০০৯ সালে শারীরিক অসুস্থতার কারণে হুমার মৃত্যু ঘটে।
এর পর ২০১৩ সালে শানিয়েরা থম্পশনকে বিয়ে করেন আক্রম। আয়লা নামে তাঁদের একটি সন্তানও রয়েছে।
শোনা যায় ২০০২ পাক ক্রিকেটার শোয়েব মালিক আয়েশা সিদ্দিকি নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন।
পরে ২০১০ সালে বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় শোয়েবের।