BCCI Facebook page

‘ড্রিম টিম’ বেছে নিতে ফ্যানদের জন্য ফেসবুজ পেজ বিসিসিআই-এর

ভারতের ৫০০তম টেস্ট ম্যাচকে ইতিহাস করে রাখার জন্য নতুন উদ্যোগ বিসিসিআই-এর। ২২ সেপ্টেম্বর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টই হতে চলেছে ভারতের ৫০০তম টেস্ট। যেখানে সংবর্ধিত করা হবে দেশের সব অধিনায়কদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩১
Share:

বিসিসিআই-এর এই ফেসবুক পেজেই ভোট দিতে হচ্ছে ফ্যানদের।

ভারতের ৫০০তম টেস্ট ম্যাচকে ইতিহাস করে রাখার জন্য নতুন উদ্যোগ বিসিসিআই-এর। ২২ সেপ্টেম্বর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টই হতে চলেছে ভারতের ৫০০তম টেস্ট। যেখানে সংবর্ধিত করা হবে দেশের সব অধিনায়কদের। প্রথমে সেই তালিকায় আজহারউদ্দিন না থাকলেও পরে তাঁর নামও যুক্ত করা হয়। অনুষ্ঠানের তালিকায় যুক্ত হল, ‘ড্রিম টিম’।

Advertisement

ভারতের সর্ব কালের এই স্বপ্নের দল বেছে নেবেন ক্রিকেট ফ্যানরাই। যার জন্য খুলে ফেলা হয়েছে ফেসবুক পেজও। যেখানে সকলেই মনের মতো দল তৈরি করে পোস্ট করতে পারবেন। পেজের নাম, www.facebook.com/IndianCricketTeam। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘‘আমি সব সময় বিশ্বাস করি ফ্যানরাই খেলার সম্পদ। আর তাদের নিয়েই এই ইতিহাস পালন করব। যে কারণেই এই ভোটের ব্যবস্থা করা হয়েছে। ভেবে দারুণ লাগছে ইতিমধ্যেই একলাখ ফ্যান ভোট করেছেন। আমাদের আশা এই সংখ্যাটা আরও বেশি হবে।’’

বিসিসিআই সচিব অজয় শির্কে বলেন, ‘ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ সুযোগ নিজেদের সেরা টিম বেছে নেওয়ার। আশা করছি দারুণ প্রতিযোগিতা হবে।’’

Advertisement

আরও খবর

বিরাটের নেতৃত্বে অনেক বেশি আক্রমণাত্মক এই ভারতীয় দল

কলকাতা এ বার নতুন সাজে আনন্দ উৎসবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement