FIFA World Cup 2018

মেসির গোড়ালিতে লাল তাবিজ!

নাইজিরিয়া ম্যাচে মেসির পায়ে ছিল লাল তাবিজ। যা তাঁকে দিয়েছিলেন আর্জেন্টিনার এক টিভি সাংবাদিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১৯:৪৪
Share:

মেসির মুখে স্বস্তি। নকআউটে ওঠার পরে। ছবি: এএফপি

লিওনেল মেসির গোড়ালিতে লাল তাবিজ!

Advertisement

নাইজিরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে তাবিজ ছিল মেসির। আর্জেন্টিনার অধিনায়ককে যা দিয়েছিলেন সে দেশেরই টেলিভিশনের এক হোস্ট, রামা পানতোরোত্তো। পানতোরোত্তোকে এই লাল তাবিজ দিয়েছিলেন তাঁর স্ত্রী। স্ত্রীর দেওয়া তাবিজ মেসিকে দিয়েছিলেন তিনি। সেটাই পরে মরণ-বাঁচনের ম্যাচে নেমেছিলেন তিনি।

এই লাল তাবিজকে নিয়ে প্রচলিত বিশ্বাসও রয়েছে। শয়তানকে দূরে রাখার জন্যই এর ব্যবহার। নাইজিরিয়া ম্যাচ জি,তে ফিরে ক্যামেরার সামনে পানতোরোত্তোকে এই লাল তাবিজ পরা অবস্থায় খেলার কথা জানান মেসি। বুট খুলে তা দেখানও।

Advertisement

টিভি ক্যামেরার সামনে বলেন, “জানতাম ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তিনি বিশ্বকাপ থেকে আমাদের বিদায় নিতে দেবেন না। জানতাম আমরা পারব। তবে এতটা ভুগতে হবে ভাবতে পারিনি। তবে পরের রাউন্ডে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ, সাহায্যের জন্য।”

এমনিতে ফুটবলারদের মধ্যে নানা সংস্কার প্রচলিত। বিশ্বকাপে খেলতে আসা ফুটবলারদের অধিকাংশেরই কোনও না কোনও সংস্কার রয়েছে। লাল তাবিজ এবার থেকে হয়তো ঢুকে পড়ল মেসির সংস্কারের মধ্যে।

আরও পড়ুন: জার্মান দল থেকে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত যাদের

আরও পড়ুন: ফরাসি দুর্গের পতন ঘটাতে পারবেন একা মেসি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement