FIFA World Cup 2018

জিতে অভিযান শুরু সার্বিয়ার

কোস্টা রিকাকে কোলারোভের অসাধারণ ফ্রি-কিকে হারাল সার্বিয়া। জয়ের ফলে ব্রাজিলের গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ল তাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ২০:৪৪
Share:

দুরন্ত গোলের পর কোলারোভ। ছবি:এএফপি।

ব্রাজিলের গ্রুপে জিতে অভিযান শুরু করল সার্বিয়া। সামারাতে রবিবার দিনের প্রথম ম্যাচে কোস্টা রিকার বিরুদ্ধে আলেকজান্ডার কোলারোভের অসাধারণ ফ্রি-কিক ১-০ জেতাল তাদের। রোমার লেফট ব্যাকের ফ্রি-কিক এবারের বিশ্বকাপের অন্যতম দর্শনীয় গোল। যার হদিস পাননি রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেলর নাভাসও।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর ৫৬ মিনিটে এগিয়ে যায় সার্বিয়া। পাঁচ মিনিট অতিরিক্ত সময় পেয়েও সমতা ফেরাতে পারেনি কোস্টা রিকা। গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল সার্বিয়াও। তবে, তারাও তাকাজে লাগাতে পারেনি।

আরও পড়ুনঃ মেসির মতো রোনাল্ডোকেও আটকে দিয়েছিলেন হ্যালদরসন

Advertisement

এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার ফলে গ্রুপ ই থেকে শেষ ১৬-তে যাওয়ার সম্ভাবনা জোরাল হল সার্বিয়ার। অন্যদিকে কাজটা কঠিন হল কোস্টা রিকার। গ্রুপের অন্য দুই দল হল ব্রাজিল ও সুইত্জারল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement