—প্রতীকী ছবি।
ক্যাসিনোয় ২২০০ টাকা নিয়ে ঢুকেছিলেন। আর সেই টাকা থেকে এত টাকা জিতলেন যে প্রথমে নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না যুবক। তবে সম্বিৎ ফিরতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি! চাকরিও ছাড়লেন সঙ্গে সঙ্গে। ইতিমধ্যেই সে দেশ জুড়ে হইচই ফেলেছে ঘটনাটি। সমাজমাধ্যমেও আলোড়ন ফেলেছে।
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ নভেম্বর লাস ভেগাসে ফন্টেইনব্লু রিসর্ট এবং ক্যাসিনোয় গিয়েছিলেন ওই যুবক। পকেটে ছিল মাত্র ২৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ টাকা)। সেই টাকা দিয়ে ক্যাসিনোর ‘ড্রাগন লিঙ্ক’ মেশিনের কাছে যান তিনি। জুয়া খেলে নিজের ভাগ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নেন। এর পরেই ২৫ ডলার নিয়ে ওই মেশিনে জুয়া খেলেন তিনি। তবে এর পর যা হয়, তা দেখে চমকে যান ক্যাসিনোয় উপস্থিত সকলে। ২৫ ডলার দিয়ে ১.১৫২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৬ কোটি টাকা) জেতেন যুবক। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় ওই ক্যাসিনোয়। যুবককে ঘিরে ভিড় জমে যায়। যদিও যুবক সেখানে বেশি ক্ষণ থাকেননি। পুরস্কারমূল্য নিয়ে ক্যাসিনো ছেড়ে চলে যান। পরে তিনি চাকরিও ছে়ড়ে দেন বলে খবর।
৯৬ কোটি টাকা জেতা যুবকের সেই কাহিনি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। সমাজমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। তবে ভাগ্যের এমন নজির তৈরি হওয়া সত্ত্বেও লাস ভেগাসের ক্যাসিনোগুলিতে বর্তমানে গ্রাহকদের সংখ্যা কমেছে। তেমনটাই জানাচ্ছে ‘লাস ভেগাস কনভেনশন এবং ভিজ়িটর অথরিটি’র তথ্য। সেই তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিভিন্ন দেশ থেকে ত্রিশ লক্ষেরও বেশি পর্যটক এসেছিলেন লাস ভেগাসে। তবে সেই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৮ শতাংশ কম। লাস ভেগাসে ভ্রমণের খরচখরচা বৃদ্ধির কারণেই তেমনটা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।