Sports News

ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে-র টিকিট শেষ এখনই

১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। পুণের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড নামার ১৭দিন আগেই টিকিট শেষ এই ম্যাচের। ১৫ ডিসেম্বর থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৯:১৮
Share:

১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। পুণের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড নামার ১৭দিন আগেই টিকিট শেষ এই ম্যাচের। ১৫ ডিসেম্বর থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। ১২ দিনের মধ্যেই শেষ হয়ে গেল সেই টিকিট। এমসিএ-এর তরফে এমনটাই জানানো হয়েছে। স্টেডিয়াম থেকে বিক্রি হওয়া ও অনলাইন টিকিট দুই-ই শেষ। স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৭,৪০৬। এই স্টেডিয়াম হওয়ার পর একটিই ওয়ান ডে ম্যাচ আয়োজন করেছিল। তার তিন বছর পর দ্বিতীয় ওয়ান ডে হতে চলেছে পুমের এই স্টেডিয়ামে। এর আগেই ম্যাচটি হয়েছিল ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে। এমসিএ-এর সভাপতি অজয় শির্কে বলেন, ‘‘এমসিএ-এর জন্য এটা দারুণ মুহূর্ত। টিকিটের এই চাহিদার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর হল, ভারতীয় দলের বর্তমান ফর্ম আর দ্বিতীয় কারণ, পুণেতে দীর্ঘদিন পর একদিনের ম্যাচ হওয়া।’’

Advertisement

ইংল্যান্ড এখানে তিনটি একদিনের ম্যাচ খেলবে। পরের দুটো ওয়ান ডে কটকে ১৯ জানুয়ারি ও কলকাতায় ২২ জানুয়ারি। এর পর তিনটি টি২০ ম্যাচও খেলবে ভারত-ইংল্যান্ড। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে হবে এই ম্যাচগুলো। খেলা হবে কানপুর, নাগপুর ও বেঙ্গালুরুতে।

আরও খবর: বিরাটকে রাগাও সিরিজ জেতো, ভারত যুদ্ধে স্মিথ-মন্ত্র

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement