Khelo India

প্যারা খেলো ইন্ডিয়ায় খেলতে দিল্লি পাড়ি বাংলা দলের

প্যারা খেলো ইন্ডিয়া গেমস চলবে ১০ থেকে ১৭ ডিসেম্বর। রবিবার থেকে শুরু হতে চলা প্যারা খেলো ইন্ডিয়াতে যোগ দিতে দিল্লি গেল বাংলা দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ১৯:০৮
Share:

—প্রতীকী চিত্র।

প্রথম বার প্যারা খেলো ইন্ডিয়া গেমস আয়োজন করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সঙ্গী সাই। এই প্রতিযোগিতা চলবে ১০ থেকে ১৭ ডিসেম্বর। রবিবার থেকে শুরু হতে চলা প্যারা খেলো ইন্ডিয়াতে যোগ দিতে দিল্লি গেল বাংলা দল।

Advertisement

গুরবক্স সিংহ এবং চন্দন রায়চৌধুরীর সঙ্গে প্রতিযোগীরা। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার বাংলা দলকে শুভেচ্ছা জানাল সাই। সল্টলেক স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিংহ। ছিলেন গেমসের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী এবং ডিরেক্টর শম্ভু শেঠ। তাঁরা ফুলের তোড়া এবং ট্র্যাকস্যুট উপহার দিয়েছেন প্রতিযোগীদের। অনুষ্ঠানে ছিলেন সাইয়ের কর্মকর্তারা। তাঁরা বাংলার প্যারা অলিম্পিক সংস্থার প্রশংসা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement