লজ্জা! আলো নিভে ইডেনে বিশ্বকাপের ম্যাচ বন্ধ ১০ মিনিট

প্রবল বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। যখন সকাল থেকে আকাশের মুখ ভার দেখে গেল গেল রব উঠেছিল ক্রিকেট মহলে তখনও ভরসা দিয়েছিলেন তিনি। ম্যাচ হবেই। হয়েওছিল। কিন্তু শেষের আগেই বাংলার মুখ পোড়়াল ফ্লাড লাইট।নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ চলার সময় মাঠে হঠাৎই বন্ধ হয়ে গেল একটি স্ট্যান্ডের সব আলো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৮:৫৩
Share:

আলো নেভার পর ইডেন গার্ডেন। ছবি: পিটিআই।

প্রবল বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। যখন সকাল থেকে আকাশের মুখ ভার দেখে গেল গেল রব উঠেছিল ক্রিকেট মহলে তখনও ভরসা দিয়েছিলেন তিনি। ম্যাচ হবেই। হয়েওছিল। কিন্তু শেষের আগেই বাংলার মুখ পোড়়াল ফ্লাড লাইট।নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ চলার সময় মাঠে হঠাৎই বন্ধ হয়ে গেল একটি স্ট্যান্ডের সব আলো। তখন ১০ ওভারের শেষ বলটি সবে শেষ হয়েছে।ব্যাট করছে বাংলাদেশ। দেখা গেল ডি ব্লকের স্ট্যান্ডের সব আলো দুম করে নিভে গেল। তখনই খেলা থামিয়ে দেন আম্পায়াররা। দুই পক্ষের সঙ্গে আলোচনার পর সাময়িক খেলা বন্ধের সিদ্ধান্ত নেন তাঁরা। বাকি সব আলো জ্বললেও পর্যাপ্ত আলো না থাকার জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়। ১০ মিনিট পর আবার ওই স্ট্যান্ডের আলো জ্বলে উঠলে খেলা শুরু হয়।

Advertisement

জানা গিয়েছে ইডেনে ফ্লাড লাইটের দায়িত্বে থাকা সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। সিএবি-এর পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া না গেলেও জানা গিয়েছে দুটো জেনারেটরে চলে ইডেনের ফ্লাড লাইট। একটি বিকল হলে আর একটি কাজ শুরু করে। কিন্তু এদিন ওই সময় একসঙ্গে দুটো জেনারেটর কাজ করা বন্ধ করে দিয়েছিল। যদিও সৌভাগ্য সমস্যার সমাধান করতে বেশি সময় নেয়নি সিএবি। তবে সিএবির অন্দরের কানাঘুষো, আগেই হয়ে গিয়েছে তাই সতর্ক হয়ে যাওয়ার সময় পাওয়া যাবে। ফাইনালে হলে কী বিপদটাই না হত। নাক কাটা যেত আয়োজক সিএবির।

আরও খবর

Advertisement

নিউজিল্যান্ড অপরাজিতই, অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement