‘আমিরকে সহজেই হারাবে মেওয়েদার’

ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের লড়া উচিত আমির খানের সঙ্গে। পাক বংশোদ্ভূত ব্রিটিশ বক্সারের বিরুদ্ধে কেরিয়ারের শেষ লড়াইটা তা হলে সহজেই জিতবেন মার্কিন মহাতারকা। নিজের অপরাজিত রেকর্ডটা নিয়ে যেতে পারবেন ৪৯-০। এমনটাই মনে করেন তাঁর বাবা সিনিয়র মেওয়েদার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ০৩:১৪
Share:

ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের লড়া উচিত আমির খানের সঙ্গে। পাক বংশোদ্ভূত ব্রিটিশ বক্সারের বিরুদ্ধে কেরিয়ারের শেষ লড়াইটা তা হলে সহজেই জিতবেন মার্কিন মহাতারকা। নিজের অপরাজিত রেকর্ডটা নিয়ে যেতে পারবেন ৪৯-০। এমনটাই মনে করেন তাঁর বাবা সিনিয়র মেওয়েদার।

Advertisement

‘‘আমার ছেলের সেপ্টেম্বরে কী করা উচিত জানেন, এত দিন শক্তিশালী সব বক্সারদের বিরুদ্ধে ও লড়াই করেছে। এ বার ওর সহজ একটা লড়াই চাই,’’ বলেছেন সিনিয়র মেওয়েদার। সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘তাই আমির খান ওর জন্য ঠিক প্রতিপক্ষ। আমার ছেলে ওকে হারিয়ে দেবে। আমি সেটা জানি। প্যাকিয়াওর থেকে তো আমির সহজ প্রতিপক্ষ হবে। আমির খুব ভাল জ্যাব মারতে পারে। তবে সেটা খুব একটা সুবিধে দেবে না ওকে।’’

রবিবার ফিলিপিন্সের ম্যানি প্যাকিয়াওয়ের বিরুদ্ধে ১২ রাউন্ডের লড়াই জেতার পরই মেওয়েদার জানিয়ে দিয়েছিলেন সেপ্টেম্বরে কেরিয়ারের শেষ লড়াই লড়তে চান। কিন্তু বক্সিং রিংয়ে ৩৮ বছরের ‘মানি’র বিরুদ্ধে কে থাকবেন সেই প্রশ্নও ওঠা শুরু হয়। কেন না প্যাকিয়াওয়ের সমর্থকদের দাবি ছিল ফের লড়াই হোক দু’জনের। এই ফল তাঁরা মানেন না। প্যাকিয়াওয়ের চোট ছিল। তাই ফের পুরো সুস্থ হয়ে ওঠার পর প্যাকম্যানের সামনাসামনি হতে হবে মেওয়েদারকে।

Advertisement

লাস ভেগাসে রবিবারের মেগা লড়াইয়ে ছিলেন আমির খানও। পরে তিনি দাবি করেন মেওয়েদারের শিবিরের তরফে তাঁর কাছে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। মেওয়েদারের শিবিরের পক্ষে অবশ্য এই নিয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। মার্কিন মহাতারকা বক্সারের অপরাজিত থেকে কেরিয়ার শেষ করার চ্যালেঞ্জ কি সত্যিই এ বার কনিষ্ঠতম ব্রিটিশ অলিম্পিক পদকজয়ী আমিরের বিরুদ্ধে? সময়ই বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন