ইবিজায় মানবিক মেসি

এক কিলোমিটার সাঁতার কেটে তাঁর জীবনটাই পাল্টে গেল। ইবিজার সমুদ্রসৈকতে লিওনেল মেসির ইয়ট দেখতে পেয়ে আর থাকতে না পেরে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন আটলেটিকো মাদ্রিদের ভক্ত সুলি।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৪:১৮
Share:

সেই ফ্যানের সঙ্গে মেসি। স্প্যানিশ পত্রিকার প্রচ্ছদে। ছবি টুইটার

এক কিলোমিটার সাঁতার কেটে তাঁর জীবনটাই পাল্টে গেল। ইবিজার সমুদ্রসৈকতে লিওনেল মেসির ইয়ট দেখতে পেয়ে আর থাকতে না পেরে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন আটলেটিকো মাদ্রিদের ভক্ত সুলি। সাঁতরে মেসির ইয়ট অবধি পৌঁছে সুলির একটাই ইচ্ছা ছিল, সেলফি তুলবেন তাঁর স্বপ্নের নায়কের সঙ্গে। মেসি সেলফি তো তুললেনই। এক গ্লাস ফলের রস খাইয়ে সুলির সঙ্গে কুড়ি মিনিটের আড্ডাও দিলেন বার্সেলোনার মহাতারকা। সুলির ফিরতে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য স্পিডবোটের ব্যবস্থাও করে দেন ইবিজায় ছুটি কাটানো ‘মানবিক’ মেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement