AIFF ISL

আইএসএল হচ্ছে! অবশেষে জানাল ফেডারেশন, আগামী সপ্তাহেই জানানো হবে তারিখ

আইএসএল নিয়ে জট কাটার সম্ভাবনা তৈরি হল। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়ে দিয়েছে, প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে তা আগামী সপ্তাহের কোনও একটি দিনে জানানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ২২:১৪
Share:

আইএসএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইএসএল নিয়ে জট কাটার সম্ভাবনা তৈরি হল। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়ে দিয়েছে, প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে তা আগামী সপ্তাহের কোনও একটি দিনে জানানো হবে। সম্ভবত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে প্রতিযোগিতা।

Advertisement

আইএসএল নিয়ে সঙ্কট কেটেছে বলেই দাবি করেছে ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শনিবার এআইএফএফ-এর ইমার্জেন্সি কমিটির বৈঠক ছিল। সেখানে এআইএফএফ-এফএসডিএল কোঅর্ডিনেশন কমিটির তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছিল তা পর্যালোচনা করা হয়। ২ জানুয়ারির মধ্যে রিপোর্ট পাঠানোর কথা ছিল। তা যথাসময়ে এসেছে। ইমার্জেন্সি কমিটির কর্তারা জানিয়েছেন, ফেডারেশনই লিগ পরিচালনা করবে। পরের সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে দিন ক্ষণ ঘোষণা করা হবে।

জানা গিয়েছে, ইমার্জেন্সি কমিটি যে যে প্রস্তাব দিয়েছে সেই অনুযায়ী লিগ আয়োজন করা হবে। গোটা লিগের আয়োজনের দায়িত্বে থাকবে ফেডারেশন। সব খরচ তারাই বহন করবে।

Advertisement

শুক্রবারই ভারতের প্রথম সারির ফুটবলারেরা একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন। ভারতীয় ফুটবলের সমস্যা মেটাতে তাঁরা ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন। তার পর দিনই ফেডারেশন লিগ আয়োজনের ঘোষণা করে দিল।

ফুটবলারেরা বলেছিলেন, “এখন জানুয়ারি মাস। এখন আইএসএলের কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে খেলতে আপনাদের টিভির পর্দায় হাজির হওয়া উচিত। তার বদলে আমরা এখানে। ভয় এবং হতাশা নিয়ে দিন কাটাচ্ছি। আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি যেটা আমরা সবাই জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা পাকাপাকি ভাবে পঙ্গু হয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ফুটবলকে বাঁচানোর জন্য শেষ একটা চেষ্টা করছি। ফিফার কাছে আবেদন, আপনারা হস্তক্ষেপ করুন এবং ভারতের ফুটবলকে বাঁচানোর জন্য যা দরকার সেটাই করুন।”

ফিফা, তাদের ফুটবলারদের সংগঠন এবং পেশাদার ফুটবলারদের সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ফুটবলারেরা বলেছিলেন, “আশা করি জ়ুরিখে (ফিফার সদর দফতর) যে ক্ষমতাবানেরা আছেন তাঁদের কাছে এই বার্তা যাবে। এটা রাজনৈতিক ডাক নয়। কোনও ঝগড়া নয়। দরকারি কথা। শুনে মনে হতে পারে খুব বড় বড় কথা বলছি। তবে সত্যিটা হল, আমরা মানবিক, খেলোয়াড়ি এবং অর্থনৈতিক সঙ্কটে রয়েছি। আমাদের এখনই উদ্ধার করা দরকার। ফুটবলার, কর্মী, মালিক এবং সমর্থকদের সব কিছুর ব্যাখ্যা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ভবিষ্যৎ দরকার। আমরা শুধু ফুটবল খেলতে চাই। দয়া করে সেটা করার সুযোগ করে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement