AFC Champions League Two

এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে কেন ভারতে এলেন না রোনাল্ডো? জানালেন আল নাসের কোচ

আল নাসের কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন ভারতে খেলতে আসবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এফসি গোয়ার মুখোমুখি হওয়ার আগে সিআর সেভেনের না আসার কারণ জানালেন আল নাসের কোচ জর্জ জেসুস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:৪৬
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ভারতে এসেছে আল নাসের। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে দলের সঙ্গে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন ভারতে আসবেন না সিআর সেভেন। কিন্তু কেন? ভারতে এসে কারণ জানালেন আল নাসেরের কোচ জর্জ জেসুস।

Advertisement

আগামী ২২ অক্টোবর গোয়ায় ভারতের ক্লাবের মুখোমুখি হবে সৌদি প্রো লিগের ক্লাবটি। রোনাল্ডোকে ছাড়াই খেলবে আল নাসের। পর্তুগালের অধিনায়ক কি নিজেই ভারতে আসতে চাননি? মঙ্গলবার জেসুস বলেছেন, ‘‘রোনাল্ডোর প্রচুর ভক্ত। সকলে ওর খেলা দেখতে চায়। সকলে ওকে ভালবাসে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে আমরা ওকে বিশ্রাম দেব। পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। রোনাল্ডোকে তো সকলেই দেখতে চায়। সামনে থেকে দেখতে চায়। তবু আমরা ওকে রিয়াধে বিশ্রামে রাখার কথা ভেবেছি। ঘরের মাঠের ম্যাচগুলোয় রোনাল্ডোকে আমরা তরতাজা অবস্থায় পেতে চাই।’’ উল্লেখ্য, আল নাসেরের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে রোনাল্ডো খেলতে বাধ্য নন। এ ক্ষেত্রে তিনি এবং ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।

রোনাল্ডো না এলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার রাতে গোয়ায় এসেছেন সাদিয়ো মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোম্যানের মতো ফুটবলারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement