ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।
সব ঠিকঠাক থাকলে এফসি গোয়ার বিরুদ্ধে বুধবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে দলে রেখেছেন আল নাসেরের কোচ জর্জে জেসুস। পুরো ম্যাচ না খেললেও কিছুটা সময়ের জন্য রোনাল্ডোকে মাঠে নামাতে পারেন কোচ। সবটাই নির্ভর করছে আল নাসের কেমন খেলছে তার উপর। এ দিকে, রোনাল্ডো আবার অবসর নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।
গত মাসে গোয়ায় খেলতে এসেছিল আল নাসের। অনেক সম্ভাবনা সত্ত্বেও সেই ম্যাচ খেলতে গোয়ায় আসেননি রোনাল্ডো। বিদেশের ম্যাচ খেলতে যাওয়ার ব্যাপারে রোনাল্ডোর সিদ্ধান্তই চূড়ান্ত। গোয়ার সঙ্গে পর্তুগালের অতীত ইতিহাস থাকলেও রোনাল্ডো এ দেশে আসার ব্যাপারে গলানো যায়নি। তাঁকে ছাড়া আল নাসেরের বিরুদ্ধে ভালই লড়াই করেছিল গোয়া। হেরেছিল ১-২ গোলে। তবে ফিরতি পর্বে অনেকটাই এগিয়ে থেকে নামবে আল নাসের। বুধবার রাতে আল আওয়াল পার্কে রোনাল্ডো ছাড়াও সাদিয়ো মানে, হোয়াও ফেলিক্সদের খেলতে দেখা যাবে।
এ দিকে, পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, তাঁর অবসর খুব শীঘ্রই আসতে চলেছে। রোনাল্ডোর কথায়, “খুব দ্রুতই আসবে। তবে আমি প্রস্তুত থাকব। খুব কঠিন সিদ্ধান্ত হবে। হয়তো আমি কেঁদেও ফেলব। কারণ আমি আবেগপ্রবণ। আসলে পিয়ার্স, আমি ২৫, ২৬, ২৭ বছর থেকে নিজের ভবিষ্যতের ব্যাপারে সব সময় চিন্তা ভাবনা করি। আশা করি সেই চাপ সামলাতে পারব।”
রোনাল্ডো জানিয়েছেন, অবসর নিয়ে পরিবারকে আরও সময় দিতে চান। অন্যান্য কাজেও ব্যস্ত থাকতে চান। বলেছেন, “সব কিছুরই একটা শেষ আছে। আমার নিজের জন্য অনেকটা সময় থাকবে। পরিবার, সন্তানদের বড় করার সময় থাকবে। ক্রিশ্চিয়ানো জুনিয়র এমন বয়সে রয়েছে যখন সবাই বোকার মতো কাজ করে। আমিও করেছি। মাতেয়োও ফুটবল ভালবাসে। মজার মজার কাজ করতে চাই। বন্ধুদের সঙ্গে প্যাডেল খেতে চাই।”