Argentina Football

কোটি টাকার জরিমানা মেসির আর্জেন্টিনার, ফিফার শাস্তি পেল আরও পাঁচ দেশ, কী করেছে তারা?

ছ’টি দেশকে শাস্তি দিল ফিফা। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও। গত ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে একটি ঘটনার কারণে শাস্তি পেতে হয়েছে লিয়োনেল মেসির আর্জেন্টিনাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১
Share:

আর্জেন্টিনার সমর্থকেরা। ছবি: সমাজমাধ্যম।

বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিল ফিফা। ছ’টি দেশকে শাস্তি দিয়েছে তারা। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও। গত ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে।

Advertisement

আর্জেন্টিনা ছাড়াও শাস্তি পেয়েছে আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জ়েগোভিনা। প্রত্যেকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য এবং বৈষম্যের অভিযোগ রয়েছে। কার কী অপরাধ সেটা খোলসা করেনি ফিফা। কিন্তু এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের মন্তব্য কখনওই বরদাস্ত করা হবে না।

সবচেয়ে বেশি জরিমানা হয়েছে আলবেনিয়ার। দু’লক্ষ ডলার বা ১.৭৫ কোটি টাকা দিতে হবে তাদের। ৭ জুন সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের জাতীয় সঙ্গীতের অবমাননা করা এবং খেলাধুলোর পক্ষে অনুপযুক্ত বার্তা লেখার অভিযোগ রয়েছে তাদের সমর্থকদের বিরুদ্ধে। পরের ম্যাচ যে স্টেডিয়ামে হবে সেখানকার দর্শকাসনের ২০ শতাংশ ফাঁকা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিয়া-আলবেনিয়ার সেই ম্যাচ ০-০ ড্র হয়।

Advertisement

আর্জেন্টিনাকে জরিমানা দিতে হবে ১.৩ কোটি টাকা। ১০ জুন বুয়েনোস এয়ার্সে সমর্থকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। সেই ম্যাচে ভয়ঙ্কর ট্যাকল করে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টিনা এনজ়ো ফের্নান্দেস। তাঁকে ৫.৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

চিলিকে ১.২৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। ৫ জুন আর্জেন্টিনা ম্যাচে বিপক্ষের সমর্থকদের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল। ৬ জুন পেরু ম্যাচে একই কাজ করায় কলম্বিয়াকে ৭৬ লক্ষ টাকা দিতে হবে। সার্বিয়া এবং বসনিয়াকে জরিমানা দিতে হবে যথাক্রমে ৫৫ লক্ষ এবং ২৩ লক্ষ টাকা।

শুধু জরিমানাই নয়, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে ফিফা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement