Lionel Messi in Inter Miami

মেসির জোড়া গোলে জয় ইন্টার মায়ামির, আমেরিকার ক্লাবের হয়ে নজির লিয়োর

ইন্টার মায়ামির হয়ে আবার জোড়া গোল করলেন লিয়োনেল মেসি। তাঁর জোড়া গোলে ভর করে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে হারাল মায়ামি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:০৫
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

ছন্দে লিয়োনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে আবার জোড়া গোল করলেন তিনি। মেসির জোড়া গোলে ভর করে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে হারাল মায়ামি। আমেরিকার ক্লাবের হয়ে নজির গড়েছেন মেসি।

Advertisement

মেসিই মেজর লিগ সকারের একমাত্র ফুটবলার যিনি এই প্রতিযোগিতায় পর পর চারটে ম্যাচে একাধিক গোল করেছেন। এই ম্যাচের আগে মন্ট্রিলের বিরুদ্ধে দুটো ম্যাচ ও কলম্বাসের বিরুদ্ধে একটা ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। চারটে ম্যাচই জিতেছে মায়ামি।

মেজর লিগ সকারের এই মরসুমে ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন মেসি। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। সোনার বুটের দৌড়ে শীর্ষে নাশভিলের স্যাম সারিজ। তিনি ১৬ গোল করেছেন। মেসি যে গতিতে এগোচ্ছেন তাতে সামনের কয়েকটা ম্যাচের মধ্যে সারিজকে টপকে শীর্ষে পৌঁছে যেতে পারেন তিনি।

Advertisement

নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রতিপক্ষ রক্ষণের ভুল কাজে লাগান তিনি। তাঁর শট বাঁচাতে পারেননি নিউ ইংল্যান্ডের গোলরক্ষক আলজাজ ইভাচিচ। ১১ মিনিট পরে ব্যবধান বাড়ান মেসি। দীর্ঘ দিনের সতীর্থ সের্খিয়ো বুস্কেৎসের পাস ধরে গোল করেন তিনি। ৮০ মিনিটের মাথায় কার্লেস গিল এক গোল শোধ করলেও মায়ামির পয়েন্ট কাড়তে পারেনি নিউ ইংল্যান্ড। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠেছে মায়ামি। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি। মায়ামি যদি তাদের পরের তিনটে ম্যাচ জেতে তা হলে সিনসিনাটিকে টপকে এক নম্বরে উঠে আসবেন মেসিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement