Lamine Yamal Record

ছেঁড়া জুতো পরে গোল ইয়ামালের, চ্যাম্পিয়ন্স লিগে তিন নজির বার্সার ১৭ বছরের তারকার

চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে তিনটি নজির গড়েছেন বার্সেলোনার লামিন ইয়ামাল। বেনফিকার বিরুদ্ধে ছেঁড়া জুতো পরে গোল করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৫৩
Share:

গোলের পর উল্লাস বার্সেলোনার লামিন ইয়ামালের। ছবি: পিটিআই।

যত দিন যাচ্ছে আরও পরিণত হচ্ছেন লামিন ইয়ামাল। মাঠে নেমে গোল করছেন। গোল করাচ্ছেন। বেনফিকার বিরুদ্ধে খেলতে নেমে ছেঁড়া জুতো পরে গোল করেছেন তিনি। সেই ম্যাচে তিনটি নজির গড়েছেন বার্সেলোনার ১৭ বছর বয়সি তারকা।

Advertisement

বেনফিকার বিরুদ্ধে ম্যাচের ২৭ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে গোল করেন ইয়ামাল। কর্নারের কাছে বল ধরেন তিনি। তার পরে সামনে থাকা ডিফেন্ডারকে টপকে বক্সের কাছে পৌঁছন। বক্সে তখন বেনফিকার অন্তত পাঁচ জন ডিফেন্ডার। নিজের দলের ফুটবলারেরাও ছিলেন। সকলকে অবাক করে দিয়ে সেখান থেকেই বাঁ পায়ে গোল লক্ষ্য করে শট মারেন ইয়ামাল। বাঁক খেয়ে বল জালে জড়িয়ে যায়। পরে রাফিনহাকে দিয়ে একটি গোলও করান ইয়ামাল।

১৭ বছর ২৪১ দিন বয়স ইয়ামালের। এর মধ্যেই চলতি মরসুমে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ন’টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। করেছেন তিনটি গোল। দু’টি গোল করিয়েছেন। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন ইয়ামাল। ১৮ বছর বয়স হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ছ’টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ইয়ামাল ছুঁয়েছেন ইউলিয়ান ড্র্যাক্সলারের নজির। সর্বকনিষ্ঠ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক অ্যাসিস্টের (৫টি) নজিরও গড়েছেন তিনি। এক ম্যাচেই এই তিনটি নজির গড়েছেন স্পেনের ফুটবলার।

Advertisement

ইয়ামালের গোলের পরেই আর একটি ঘটনা দেখা যায়। সাইডলাইনে গিয়ে দাঁড়ান তিনি। বার্সার বেঞ্চ থেকে এক জন নতুন এক জোড়া জুতো তাঁর কাছে নিয়ে যান। তখন দেখা যায়, ইয়ামালের জুতো ছেঁড়া। সেই ছেঁড়া জুতো পরেই গোল করেছেন তিনি। এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ফুটবলের এই বিস্ময় প্রতিভার প্রশংসা করছেন সকলে।

ক্লাবের হয়ে এখনও লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি ইয়ামাল। তবে দেশের জার্সিতে ইতিমধ্যেই সফল তিনি। গত বছর ইউরো কাপ জিতেছে স্পেন। সেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। ইয়ামালের খেলা প্রশংসিত হয়েছে। ইউরো কাপেও বাঁ পায়ে একটি দুর্দান্ত গোল করেছিলেন ইয়ামাল। সেই গোলেরই যেন পুনরাবৃত্তি হল চ্যাম্পিয়ন্স লিগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement