Lionel Messi

ভবিষ্যতের মেসি পেয়ে গিয়েছে বার্সেলোনা, অপেক্ষা সই করানোর

লাতিন আমেরিকা থেকে রিয়াল মাদ্রিদ একাধিক ফুটবলার তুলে এনেছে। সেই কাজ করতে চলেছে বার্সেলোনাও। ভবিষ্যতের মেসি তুলে আনতে মরিয়া তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ২০:৩৯
Share:

কাকে ভবিষ্যতের মেসি বেছে নিল বার্সেলোনা? ফাইল ছবি

লাতিন আমেরিকা থেকে নিত্যনতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে জুড়ি নেই রিয়াল মাদ্রিদের। প্রায় প্রতি মরসুমেই সেখান থেকে একাধিক ফুটবলার সই করায় তারা। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো উঠে এসেছেন সেখান থেকেই। এ বার শত্রু ক্লাব বার্সেলোনাও একই কাজ শুরু করল। ভবিষ্যতের মেসি তুলে আনার লক্ষ্যে তাদের গন্তব্য এ বার লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।

Advertisement

বছর কয়েক আগে ভিনিসিয়াস জুনিয়রকে তুলে এনেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাবের হয়ে ভাল খেলার সুবাদে দেশের হয়ে সুযোগ পান এবং বিশ্বকাপেও খেলে ফেলেছেন। রয়েছে গোলও। একই জিনিস প্রযোজ্য রদ্রিগোর ক্ষেত্রে। ভিনিসিয়াসের মতো তিনিও ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ভাল খেলে উঠে এসেছেন। পরে রিয়ালের হয়ে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সম্প্রতি এনড্রিককে সই করিয়েছে তারা।

সেই কাজ করছে বার্সেলোনাও। তাদের নজরে রয়েছে ব্রাজিলের উঠতি তারকা ভিটোর রোক। সম্প্রতি বার্সেলোনার বেশ কিছু স্কাউট (যাঁরা উঠতি প্রতিভা খুঁজে বের করেন) ঘাঁটি গেড়েছেন লাতিন আমেরিকায়। তাঁরাই রোককে খুঁজে বের করেছেন। শুধু ব্রাজিলই নয়, আর্জেন্টিনাতেও নজর রয়েছে বার্সেলোনার। সে দেশের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টিনার দ্বিতীয় ডিভিশনের ক্লাব ফেরো কারিল ওস্তের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। সেই ক্লাবের লুকাস রোমানকে মনে ধরেছে বার্সার স্কাউটদের। ১৮ বছরের এই ফুটবলারকে ঘিরে ইতিমধ্যেই আশা রয়েছে আর্জেন্টিনায়। বার্সা সুযোগ হাতছচাড়া করতে চাইছে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন