Copa Del Rey

কোপা ডেল রে-র ফাইনালে ‘এল ক্লাসিকো’, আতলেতিকোকে হারিয়ে রিয়ালের মুখোমুখি বার্সা

সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে কোপা ডেল রে-র ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১২:৪০
Share:

আতলেতিকোকে হারিয়ে উল্লাস বার্সেলোনার ফুটবলারদের। ছবি: রয়টার্স।

আবার একটি ফাইনালে ‘এল ক্লাসিকো’। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে কোপা ডেল রে-র ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সা।

Advertisement

এক দিন আগে রিয়াল সোসাইদাদকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বে রিয়াল জিতেছিল ১-০ গোলে। দ্বিতীয় পর্বে ৪-৪ গোলে খেলা ড্র হয়। দুই পর্ব মিলিয়ে ৫-৪ গোলে জিতে ফাইনালে ওঠেন কিলিয়ান এমবাপেরা। দ্বিতীয় সেমিফাইনালে ঠিক উল্টো ছবি দেখা গেল। সেখানে প্রথম পর্বে বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদের খেলা ৪-৪ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় পর্বে ১-০ গোলে জিতল বার্সা। তারাও দুই পর্ব মিলিয়ে ৫-৪ গোলে জিতে ফাইনালে উঠল।

ম্যাচের একমাত্র গোল আসে ফেরান টরেসের পা থেকে। তবে সেই গোলের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে লামিন ইয়ামালের। বক্সের বাইরে থেকে ডিফেন্সচেরা পাস দেন তিনি। সেই পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন টরেস। ২৭ মিনিটে করা টরেসের সেই গোলই খেলার ফল নির্ধারিত করে দেয়।

Advertisement

অ্যাওয়ে ম্যাচ হলেও দাপট দেখিয়েছে বার্সা। গোটা ম্যাচে মোট ১৫টি শট মেরেছে তারা। তার মধ্যে পাঁচটি শট নিশানায় ছিল। আতলেতিকো ছ’টি শট মারলেও একটিও বার্সার গোলে ছিল না। বদলে দখল থেকে শুরু করে পাস, সবই বেশি বার্সার। একতরফা দাপট দেখালেও বেশি গোল করতে পারেনি তারা। নেপথ্যে আতলেতিকোর রক্ষণাত্মক নীতি। দেখে মনে হচ্ছিল, খেলা টাইব্রেকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দিয়েগো সিমিওনের ছেলেরা। যদিও শেষ পর্যন্ত বার্সাকে আটকাতে পারেননি তাঁরা।

২৬ এপ্রিল কোপা ডেল রে-র ফাইনালে মুখোমুখি বার্সেলানো ও রিয়াল মাদ্রিদ। তবে কোন মাঠে সেই ম্যাচ হবে তা এখনও জানা যায়নি। আরও এক বার এই ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে স্পেনের দুই সেরা ক্লাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement