Lionel Messi's Bodyguard Yassine Cheuko

‘মেসির খেলা দেখতেই ওরা ব্যস্ত’, মাঠে দর্শক ঢুকে পড়ার দায় কার উপর চাপালেন লিয়োর দেহরক্ষী

আমেরিকার লিগে খেলার মাঝে বার বার লিয়োনেল মেসির সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে পড়েছেন দর্শক। এই ঘটনার দায় কাদের উপর চাপালেন মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২
Share:

লিয়োনেল মেসির (বাঁ দিকে) সঙ্গে তাঁর দেহরক্ষী ইয়াসিন চেউকো। ছবি: সমাজমাধ্যম।

লিয়োনেল মেসি যত ক্ষণ মাঠে খেলেন, তত ক্ষণ সাইডলাইনে দাঁড়িয়ে থাকেন ইয়াসিন চেউকো। মেসির দেহরক্ষী তিনি। কেউ যাতে তাঁর ধারেকাছে আসতে না পারেন সে দিকে লক্ষ্য থাকে তাঁর। কিন্তু তার পরেও আমেরিকার লিগে খেলার মাঝে বার বার মেসির সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে পড়েছেন দর্শক। এই ঘটনার দায় স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের উপর চাপালেন মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো।

Advertisement

মেজর লিগ সকার শুরু হওয়ার কয়েক দিন আগে প্রাক্‌মরসুম ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিল সান মিগুয়েলিটো। ৩-১ গোলে সেই ম্যাচ জেতে মায়ামি। ম্যাচ চলাকালীন হঠাৎ এক দর্শক মাঠে ঢুকে পড়েন। তিনি মেসির দিকে যাওয়ার চেষ্টা করেন। ওই যুবককে দেখে চেউকোও মাঠে ঢোকেন। তিনি যুবককে আটকানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি।

শেষ মুহূর্তে ওই যুবক পা পিছলে পড়ে যান। চেউকোর পায়ের কাছে পড়েন তিনি। তাঁর ধাক্কায় ছিটকে পড়েন চেউকো। দেখে মনে হচ্ছিল রাগবি ম্যাচে এক খেলোয়াড় আর এক খেলোয়াড়কে ট্যাক্‌ল করছে। চেউকো পড়ে যাওয়ায় ওই যুবক সময় পান। তিনি উঠে মেসিকে জড়িয়ে ধরেন। মেসি অবশ্য বিরক্তি দেখাননি। তত ক্ষণে চেউকো আবার উঠে দাঁড়িয়েছেন। তিনি ওই যুবককে ধরে মেসির কাছ থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনা দেখে দর্শকেরা চিৎকার করেন।

Advertisement

চেউকোর অভিযোগ, তাঁর একার পক্ষে গোটা মাঠে নজর রাখা মুশকিল। তিনি বলেন, “আমি একাই তো পারব না। স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদেরও নজর রাখতে হবে। কিন্তু মেসির খেলা দেখতেই ওরা ব্যস্ত। নিজেদের কাজের দিকে নজর থাকে না। তাই বার বার এই ঘটনা ঘটছে।”

আমেরিকার ক্লাবে যোগ দেওয়ার পর থেকে চেউকোকে মেসির দেহরক্ষীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি বছর ২৭ কোটি টাকা বেতন পান তিনি। তিনি আগে নৌবাহিনীতে কাজ করতেন। সেই কারণেই তাঁকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালন করতেই অবশ্য ব্যর্থ হয়েছেন চেউকো। সেই কারণেই কি দায় স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের উপর চাপিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement