Indian Football

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে জাতীয় দলে অভিষেক, স্বপ্নপূরণ করা বরিসের চোখ এ বার এশিয়ান কাপে

আট বছর আগে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা শুরু তখন থেকেই। এ বছর মার্চ মাসে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ বার বরিস সিংহের লক্ষ্য এশিয়ান কাপে খেলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৬:৫৬
Share:

বরিস সিংহ। ছবি: সংগৃহীত।

আট বছর আগে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা শুরু তখন থেকেই। এ বছর মার্চ মাসে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ বার বরিস সিংহের লক্ষ্য এশিয়ান কাপে খেলা।

Advertisement

ভারতীয় ফুটবলের ওয়েবসাইটে বরিস বলেছেন, “জাতীয় দলের জার্সি আবার গায়ে চাপাতে পেরে আমি আপ্লুত এবং গর্বিত। কোচের উপর কৃতজ্ঞ। উনি আবার আমার উপর আস্থা রেখেছেন। দেশের হয়ে খেলতে নামলে সব সময় নিজের সেরাটাই দেব।”

গত মাসে গোয়াকে সুপার কাপ জিততে সাহায্য করেছেন। আইএসএলেও ধারাবাহিক ভাবে খেলেছেন। জয়ের এই অভ্যাস তিনি ভারতের জার্সিতেও ধরে রাখতে চান।

Advertisement

বরিস বলেছেন, “সুপার কাপ জয় ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। মরসুমটা মাথা উঁচু করে শেষ করতে পেরেছি। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে আমার কাছে অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে এই ট্রফিটা।”

ভারতের যুব দলের হয়ে খেলার পর ইন্ডিয়ান অ্যারোজ়ের হয়ে আই লিগে খেলেছেন বরিস। সেখান থেকে এটিকে, এটিকে মোহনবাগান, জামশেদপুর ঘুরে এখন গোয়ায়। অভিজ্ঞতা বেড়েছে অনেক। সাফল্যের নেপথ্যে কোচ এবং তাঁদের পরামর্শকে ধন্যবাদ দিয়েছেন বরিস।

তাঁর কথায়, “বিশ্বকাপে সুযোগ পাব কোনও দিন ভাবিনি। ফলাফল আমাদের পক্ষে যায়নি ঠিকই। তবে নিজেদের সেরাটাই দিয়েছিলাম। আশা করি এক দিন আমাদের সিনিয়র দলও বিশ্বকাপ খেলবে। আপাতত আমার লক্ষ্য এশিয়ান কাপে ভাল খেলা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement