Carlo Ancelotti becomes Brazil coach

আনচেলোত্তিই ব্রাজিলের নতুন কোচ, জানিয়ে দিল পাঁচ বারের বিশ্বজয়ীরা, রিয়ালের দায়িত্বে কি জ়াবি?

কার্লো আনচেলোত্তিই ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে দিল পাঁচ বারের বিশ্বকাপজয়ীরা। দোরিভাল জুনিয়রের জায়গায় ব্রাজিলের কোচ হতে চলেছেন আনচেলোত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২০:৫২
Share:

কার্লো আনচেলোত্তি। ছবি: রয়টার্স।

কার্লো আনচেলোত্তিই ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে দিল পাঁচ বারের বিশ্বকাপজয়ীরা। দোরিভাল জুনিয়রের জায়গায় ব্রাজিলের কোচ হতে চলেছেন আনচেলোত্তি। ১৯২৫-এর পর এই প্রথম ব্রাজিলের কোচের পদে বসবেন কোনও বিদেশি।

Advertisement

গত বছরই আনচেলোত্তিকে কোচ করার মরিয়া চেষ্টা করেছিল ব্রাজিল। তবে রিয়ালের সঙ্গে চুক্তি থাকায় এবং ক্লাবের পারফরম্যান্স ভাল হওয়ায় আনচেলোত্তিকে ছাড়তে চায়নি রিয়াল মাদ্রিদ। তবে এই মরসুমের চিত্র একেবারেই আলাদা। ট্রফি ছাড়াই মরসুম শেষ করতে হবে রিয়ালকে। গোটা মরসুমে চার বার বার্সেলোনার কাছে হেরেছে। তার মধ্যে শেষটি হয়েছে রবিবার, লা লিগায় ৩-৪ ব্যবধানে হেরে।

আগামী ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন আনচেলোত্তি। ঠিক তার আগের দিন ঘরোয়া লিগে রিয়ালের শেষ ম্যাচ রয়েছে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। অনেকে মনে করেছিলেন, আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন আনচেলোত্তি। তবে রিয়াল কর্তারা মাঝপথে কোচকে ছাড়তে চাননি। তাই মরসুম শেষ হওয়ার পরেই ব্রাজিলের দায়িত্ব নেবেন।

Advertisement

জুন মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের। ফলে ৬ জুন ইকুয়েডর ম্যাচে ব্রাজিলের কোচ হিসাবে আত্মপ্রকাশ হবে আনচেলোত্তির। ব্রাজিল জানিয়েছে, বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে ফিরতেই আনচেলোত্তিকে কোচ করা হয়েছে।

ইটালীয় কোচের বিদায়ের পর রিয়ালের কোচ হিসাবে জ়‌াবি আলোন্সোর আসা প্রায় পাকা। তিনি ইতিমধ্যেই বায়ার লেভারকুসেন ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। রিয়ালের হয়ে খেলার পর এ বার কোচ হিসাবেও দেখা যেতে পারে জ়াবিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement