Chelsea

Champions League: ডামাডোলের মধ্যেই শেষ আটে দুরন্ত চেলসি

শুক্রবারই কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা হলে চেলসি জেনে যাবে শেষ আটে তাদের প্রতিপক্ষ কোন দল। টুহল বলেছেন, ‘‘আমি চাই চেলসি এমন ফুটবল খেলুক যাতে কোনও দলই আমাদের বিরুদ্ধে খেলার সাহস না পায়। আবার শেষ আটে ওঠাটা ক্লাবের পক্ষে বড় পদক্ষেপ। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ০৭:৩২
Share:

উল্লাস: চেলসির দ্বিতীয় গোলের পরে আৎজ়পিলিকোয়েতা। রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগ

Advertisement

লিল ১ চেলসি ২

(দু’ম্যাচ মিলিয়ে চেলসি ৪-১)

Advertisement

জুভেন্টাস ০ ভিয়ারিয়াল ৩

(দু’ম্যাচ মিলিয়ে ভিয়ারিয়াল ৪-১)

রুশ মালিক রোমান আব্রামোভিচকে ঘিরে তৈরি হওয়া মাঠের বাইরের বিতর্কের মধ্যেও চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে চলেছে চেলসি। ফ্রান্সে খেলে লিলকে ২-১ গোলে হারিয়ে গত বারের চ্যাম্পিয়নরা পৌঁছে গেল শেষ আটে। দুই ম্যাচ মিলিয়ে তাদের পক্ষে ফল ৪-১। চেলসির হয়ে গোল করেছেন ক্রিশ্চান পুলিসিচ (৪৫+৩ মিনিট) ও সেসার আৎজ়পিলিকোয়েতা (৭১ মিনিট)।

পাশাপাশি প্যারিস সাঁ জারমাঁ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল জুভেন্টাসও। তুরিনে খেলেও তাদের ৩-০ হারিয়ে চমকে দিয়েছে ভিয়ারিয়াল। প্রথম লেগের লড়াই ভিয়ারিয়ালের তিন গোলদাতা জেরার মোরেনো (৭৮ মিনিট, পেনাল্টি), পাও তোরেস (৮৫ মিনিট) ও আরনাউত দানজুমা (৯০+২ মিনিট, পেনাল্টি)।

লিলকে হারিয়ে চেলসির ম্যানেজার টমাস টুহলের হুঙ্কার, ‘‘আমরা ক্রমশ এমন একটা ক্লাব হয়ে উঠব, যাদের বিরুদ্ধে খেলতে ভয় পাবে যে কোনও দল। আমার তো মনে হয় কোনও দলই এখন আমাদের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলতে চাইবে না।’’ এ দিন চেলসি কিন্তু শুরুতে বেশ গতি মন্থরতায় ভুগেছে। তার উপর লিলই ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। বক্সের মধ্যে জর্জিনহো হ্যান্ডবল করলে পেনাল্টি থেকে ১-০ করতে ভুল করেননি বুরাক ইলমাজ়। তবে প্রথমার্ধের সংযুক্ত সময়েই ম্যাচে সমতা ফেরান সুযোগ সন্ধানী পুলিসিচ। তাঁকে নিখুঁত গোলের পাসটা জর্জিনহোই দিয়েছিলেন। আর খেলা শেষ হওয়ার ১৯ মিনিট আগে জয়ের গোলও করে দেন চেলসি অধিনায়ক আৎজ়পিলিকোয়েতা।

শুক্রবারই কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা হলে চেলসি জেনে যাবে শেষ আটে তাদের প্রতিপক্ষ কোন দল। টুহল বলেছেন, ‘‘আমি চাই চেলসি এমন ফুটবল খেলুক যাতে কোনও দলই আমাদের বিরুদ্ধে খেলার সাহস না পায়। আবার শেষ আটে ওঠাটা ক্লাবের পক্ষে বড় পদক্ষেপ। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন