Owen Coyle

২৪ ম্যাচে ২৭ পয়েন্ট, কোচকে ছেঁটে ফেলল আইএসএলের দল

প্রথম বার ২০১৯-২০ মরসুমে চেন্নাইয়িনের দায়িত্ব নিয়েছিলেন ওয়েন কোয়েল। সে বার ধুঁকতে থাকা দলকে নিয়ে গিয়েছিলেন আইএসএলের ফাইনালে। দ্বিতীয় দফায় প্রত্যাশিত সাফল্য পাননি ব্রিটিশ কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:২৮
Share:

ওয়েন কোয়েল। —ফাইল চিত্র।

চেন্নাইয়িন এফসির দায়িত্ব ছাড়লেন ওয়েন কয়েল। সহমতের ভিত্তিতে ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ব্রিটিশ কোচের। সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন চেন্নাইয়িন কর্তৃপক্ষ। দু’দফায় চেন্নাইয়িনের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

Advertisement

প্রথম বার ২০১৯-২০ মরসুমে চেন্নাইয়িনের দায়িত্ব নিয়েছিলেন কোয়েল। সে বার ধুঁকতে থাকা দলকে নিয়ে গিয়েছিলেন আইএসএলের ফাইনালে। ভারতীয় ফুটবলে এসেই নজর কেড়েছিলেন উইগান অ্যাথলেটিক, ব্ল্যাকবার্ন রোভার্সের মতো দলকে কোচিং করানো কোয়েল। প্রত্যাশিত সাফল্য না আসায় ২০২৩ সালে তাঁকে আবার কোচের দায়িত্ব দেন চেন্নাইয়িন কর্তৃপক্ষ। কিন্তু দ্বিতীয় পর্বে সাফল্য পাননি ব্রিটিশ কোচ। ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আইএসএলে ১১নম্বরে শেষ করেছে চেন্নাইয়িন। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কর্তারা। দু’পক্ষের আলোচনার পর ইস্তফা দিয়েছেন ৫৯ বছরের কোচ।

দলের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি কোনর শিল্ডস দল ছেড়েছেন আগেই। এ বার ইস্তফা দিলেন কোয়েলও। স্বাভাবিক ভাবেই আগামী আইএসএলের আগে সব কিছু নতুন করে সাজাতে হবে চেন্নাইয়িন কর্তৃপক্ষকে। ভাল বিদেশি ফুটবলারের পাশাপাশি কোচেরও খোঁজ করতে হবে চেন্নাইয়িন কর্তাদের।

Advertisement

আগামী আইএসএল কবে হবে, তা এখনও অনিশ্চিত। এফএসডিএলের সঙ্গে আগামী ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ)। সুপ্রিম কোর্টে এআইএফএফ-র নির্বাচন নিয়ে মামলা হওয়ায়, এখনই নতুন চুক্তি হচ্ছে না। স্বভাবতই দল গঠন এবং কোচ নির্বাচনের জন্য যথেষ্ট সময় পাবেন চেন্নাইয়িন কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement