Cristiano Ronaldo

ড্র করে মাঠেই বিবাদে জড়ালেন রোনাল্ডো

খেতাব জয়ের আশা বাঁচিয়ে রাখার জন্য রবিবার আল ফেইহার বিরুদ্ধে জিততেই হত আল নাসেরকে। কিন্তু বিপক্ষের রক্ষণের চক্রব্যূহে আটকে গোল করতে পারেননি রোনাল্ডো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ০৮:৫৫
Share:

বিপক্ষের ফুটবলারদের সঙ্গে করমর্দন না করেই মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি।

সৌদি প্রো লিগে মেজাজ হারিয়ে ফের বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ম্যাচের পর আল ফেইহার আলি আল-জ়াকানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। বিপক্ষের ফুটবলারদের সঙ্গে করমর্দন না করেই মাঠ ছাড়েন সি আর সেভেন।

খেতাব জয়ের আশা বাঁচিয়ে রাখার জন্য রবিবার আল ফেইহার বিরুদ্ধে জিততেই হত আল নাসেরকে। কিন্তু বিপক্ষের রক্ষণের চক্রব্যূহে আটকে গোল করতে পারেননি রোনাল্ডো। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পর্তুগালের মহাতারকা। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে এখন রয়েছে আল ইতিহাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন