Al Nassr

সৌদিতে একত্রবাসে কড়া নিয়ম! প্রেমিকার জন্য রোজ ৯৫০ কিমি যেতে রাজি রোনাল্ডোর সতীর্থ

সৌদি আরবে একত্রবাস নিয়ে কড়া নিয়ম রয়েছে। বিয়ে না করলে সেখানে কোনও মহিলার সঙ্গে একসঙ্গে থাকা যায় না। প্রেমিকার সঙ্গে থাকতে তাই রোজ ৯৫০ কিমি যাতায়াতে রাজি জন ডুরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৪
Share:

আল নাসেরের ফুটবলার জন ডুরান। ছবি: সমাজমাধ্যম।

ভালবাসার জন্য কত দূর যাওয়া যায়? কলম্বিয়ার ফুটবলার জন ডুরানকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন, রোজ ৯৫০ কিলোমিটার যাতায়াত করা যায়। সৌদি আরবে খেলতে গিয়ে সেই কাজই করতে পারেন তিনি। প্রেমিকার সঙ্গে থাকতে এতটাই মরিয়া আল নাসেরে সই করা ডুরান।

Advertisement

সৌদি আরবে একত্রবাস নিয়ে কড়া নিয়ম রয়েছে। বিয়ে না করলে সেখানে কোনও মহিলার সঙ্গে একত্র থাকা যায় না। সেই নিয়ম ভাল করে বুঝতে পারছেন না ডুরান। রিয়াধে গিয়ে তিনি প্রেমিকার সঙ্গে থাকতে পারবেন কি না তা নিয়ে নিশ্চিত নন। তাই বাহরিনে বাড়ি কিনে সেখান থেকেই রোজ রিয়াধে যাতায়াতের পরিকল্পনা করেছেন তিনি।

বাহরিনের রাজধানী মানামা থেকে রিয়াধে যেতে বিমানে ৮০ মিনিট মতো লাগে। ট্রেনে বা বাসে ঘণ্টা চারেক। প্রেমিকার সঙ্গে থাকতে সেই কাজই করতে রাজি ডুরান। গত সপ্তাহে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে আল নাসেরে যোগ দিয়েছেন ডুরান। ছ’কোটি ৪০ লক্ষ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৬৯৬ কোটি টাকাতে সই করেছেন তিনি। সতীর্থ হিসাবে পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

Advertisement

অনেকেই রোনাল্ডোর উদাহরণ তুলে ধরছেন। সৌদি আরবে রোনাল্ডো একত্রবাস করেন বান্ধবী জর্জিনা রদ্রিগেসের সঙ্গে। তবে তাঁর ক্ষেত্রে সৌদি সরকার নিয়ম শিথিল করেছে। সবার ক্ষেত্রে তা করা হয়নি। তাই ইংল্যান্ডের দুই ফুটবলার স্টিভেন জেরার্ড এবং জর্ডান হেন্ডারসন সৌদি লিগের সঙ্গে যুক্ত থাকার সময় থাকতেন বাহরিনেই। তাই ডুরানের ক্ষেত্রেও যে নিয়ম শিথিল করবে সৌদি সরকার, এমন নিশ্চয়তা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement